‘জয় শ্রীরাম’ বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর, পালটা কটাক্ষ কুনালের। এম ভারত নিউজ

Mbharatuser

সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ও।

0 0
Read Time:2 Minute, 45 Second

হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সময় ভেসে এল জয় শ্রীরাম স্লোগান। সেটি শুনে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান মঞ্চেই উঠলেন না মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁকে অনুরোধ করলেও তিনি মঞ্চে যাননি। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘আমার সঙ্গে এক মঞ্চে বসতে চান না, তাই মুখ্য়মন্ত্রী মঞ্চে ওঠেননি। নন্দিগ্রামে আমার কাছে ভোটে হারার জ্বালা। এর আগে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সামনেও এই একই নাটক করেছিলেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এর জবাবে বলেন, ‘রামের নাম করে অসৌজন্য়, অসভ্য়তা করা হয়েছে। বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে অত্য়ন্ত কুরুচিকর এবং নিম্নমানের মন্তব্য করেছেন। বানর সেনার ডিফেক্টিভ বাঁদর মুখ্য়মন্ত্রীকে আপনি নয়, তুমি বলে সম্বোধন করছেন।‘

সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ও। মোটামুটি গোটা শাসক দল এ ব্যাপারে বিজেপিকে বিঁধতে শুরু করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘সম্মানের সঙ্গেই আমি মুখ্য়মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি এসেছিলেন বলে তাঁকে ধন্য়বাদ। কর্মীরা উৎসাহে স্লোগান দিয়েছেন। এতে রেগে যাওয়ার মতো তো কিছু হয়নি।’ বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী এই জয় শ্রীরাম স্লোগান নিয়ে টুইটারে লিখেছেন, ‘এই অপক্ক স্লোগানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠলেন না। অতীতে ২০২১ সালের ভোটের আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি অনুষ্ঠানে এই ধরনের স্লোগান দলের বিরুদ্ধে গিয়েছিল।‘

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিউটাউনে ভয়াবহ আগুন! ভস্মীভূত ১২ টি অস্থায়ী দোকান। এম ভার‍ত নিউজ

দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়।

Subscribe US Now

error: Content Protected