ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের শিরোপা পেয়েছেন অ্যামাজন প্রাইমের ‘মির্জাপুর’। সিজন-১ ভিষণই জনপ্রিয় হওয়ার পর এবার দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে আসতে চলেছে সজন-২ । এই সিরিজের ভক্তদের ধন্যবাদ জানিয়ে অ্যামাজন একটি বিশেষ ভিডিয়ো প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় । প্রথম সিজনের প্রতি দর্শকের যে অফুরন্ত ভালোবাসা তাকেই একবার হাততালির ইমোজি দিয়ে পোস্ট করে অ্যামাজন ধন্যবাদ জানিয়েছে নিজস্ব স্টাইলে । এই সিরিজের মাধ্যমে পরিচালক করণ অংশুমান নৃশংসতার গল্প তুলে ধরেছেন ।

কুলভূষণ খারবান্দা, আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রসিকা দুগগাল, ভিক্রান্ত মাসসী, রাজেশ তাইলং, শিবা চাড্ডা, শুভ্রজ্যোতি বারাট, শ্বেতা ত্রিপাঠি এবং অন্যান্যরা এই সিনেমার জন্য নিজের সেরা টুকুই দিয়েছে। ক্রাইম দুনিয়ায় ভয়ংকর সত্ত্যিটাকেই তুলে ধরা হয়েছে এই সিরিজে । ভয়াবহতা থেকে শুরু করে শিক্ষা পাশপাশি ভালোবাসার এক নিদর্শনও দেখানো হয়েছে এখানে । এবার দেখার বিষয় সিজন-১ এর মত সিজন-২ ও কি ততটাই জনপ্রিয়তা লাভ করবে ?
