নতুন জীবনে প্রবেশ করলেন বিগ বস–৬ খ্যাত বলিউড অভিনেত্রী সানা খান। সানা তাঁর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সুরাটের বাসিন্দা মৌলানা মুফতি আনাসকে। একটি ঘরোয়া অনুষ্ঠানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সব রকম রীতিনীতি মেনেই বিয়ে সেরেছেন তাঁরা।
সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, সানার পরনে একটি সাদা রঙের গাউন। বউয়ের সঙ্গে রঙ মিলিয়ে বরের পোশাকের রঙও সাদা। বর মুফতির পরনে সাদা পাঞ্জাবী-পাজামা। যুগলকে একসঙ্গে কেকও কাটতে দেখা গিয়েছে ভিডিয়োতে। এদিন স্বামীর সঙ্গে একটি ছবিও ইনস্টগ্রামে পোস্ট করেন সানা।
কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে সম্পর্কে ছিলেন সানা খান। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। তার পর ইনস্টাগ্রামে লাইভ ভিডিয়োতে প্রাক্তন প্রেমিকের নামে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন সানা। একাধিক হিন্দি ছবি এবং টেলিভিশনের শোয়ে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন সানা। ‘ওয়াজা তুম হো’, ‘জয় হো’–র মতো সিনেমায় অভিনয় করেন সানা। এছাড়াও একাধিক শোতেও কাজ করেছেন। তবে সম্প্রতি গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে সানা অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান বলে জানান। এরপরই যে বিয়ে করে ফেলবেন অভিনেত্রী তা কেউ টের পাননি। যাইহোক বিয়ের ভিডিয়ো ভাইরাল হতেই ভক্তরা দু’জনকেই শুভেচ্ছা জানান।