বাতিল শিয়ালদহ ডিভিশনের ৫৬টি লোকাল ট্রেন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 53 Second

করোনার দ্বিতীয় ঢেউয়ের শিকার হলেন রেলকর্মীরা, আক্রান্ত প্রায় ৯০ জন রেলকর্মী। বাকি রেল কর্মীদের কথা মাথায় রেখে , আপাতত বাতিল করা হল শিয়ালদা ডিভিশনের ছাপ্পান্নটি লোকাল ট্রেন। তবে রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে এই ৫৬ ট্রেন বাতিল হলেও যাত্রী পরিষেবায় সেরকম কোনো ব্যাঘাত ঘটবে না। পাশাপাশি রেল সূত্রে খবর দেওয়া হয়েছে যে যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে কোনটির অফিস টাইমের মধ্যে নয় । নন পিক আওয়ারে বাতিল করা হয়েছে এই সব লোকাল ট্রেন।

শিয়ালদা ডিভিশনের তরফ থথেকে এও জানানো হয়েছে ,যে সমস্ত লোকাল ট্রেন গুলি বাতিল করা হয়েছে সেগুলি হল ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, ডানকুনি লোকাল, গোবরডাঙ্গা লোকাল, দত্তপুকুর লোকাল, সোনারপুর লোকাল সহ আরও বেশকিছু ট্রেন। তবে এই রেল গুলি একদফায় বাতিল করা হয়নি। বেশ কয়েক দফায় বাতিল করা হয়েছে প্রত্যেকটি দিকের রেল । তাতে সাধারণ মানুষের যাত্রায় খুব একটা অসুবিধা হবে বলে মনে করছেন না রেল কর্তৃপক্ষ।

পাশাপাশি জানানো হয়েছে এই প্রত্যেকটি রেলের বাতিলের নির্ধারিত সময় অফিস আওয়ারের বাইরে সময়কে মাথায় রেখেই করা হয়েছে। শিয়ালদা ডিভিশনের তরফ থেকে আরও জানানো হয়েছে ইতিমধ্যেই করোনাই আক্রান্ত হয়েছেন মোটর ম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের রেলকর্মীরা। ফলে যথারীতি স্বাভাবিকভাবে রেল পরিষেবা দিতে অসুবিধায় পড়তে হচ্ছে তাঁদের । ফলে বেশকিছু রেল বাতিল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। তবে এই ঘোষণার পরেই রীতিমতো চিন্তার ভাঁজ কপালে পড়েছে সাধারণ মানুষের কারণ গতবার করোনা সংক্রমনের সময় স্পেশাল ট্রেন চালু করা হবে বলেও বেশ কয়েকদিন পর্যন্ত ব্যাহত ছিল রেল পরিষেবা। তাহলে এবার কি সেই একই পথে হাঁটতে চলেছে রেল! সেই নিয়ে সংসারের মুখে সাধারণমানুষ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সংক্রমণ বাড়ায় ভারতকে লাল তালিকাভুক্ত করল ব্রিটেন । এম ভারত নিউজ

ভারতে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই এই ভয়াবহ পরিস্থিতির দিকে তাকিয়ে ভারতীয়দের প্রবেশের উপর রাশ টানল ব্রিটেন সরকার। লাল তালিকাভুক্ত করল ভারতকে। সোমবার ভারত থেকে কোনও যাত্রীর ব্রিটেনে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন সরকার। ভারত থেকে কোনও ব্রিটিশ ফিরলে তাঁদের কেয়ারেন্টাইনে রাখার জন্য ১০ টি হোটেলকে কোয়ারেন্টাইন সেন্টারে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected