
শহরে ফিরে এসেছেন জ্যাকি-কন্যা কৃষ্ণা শ্রফ। আর ইতিমধ্যেই তাকে ঘিরে উষ্ণতার পারদ তুঙ্গে উঠেছে নেট দুনিয়ায়। ভাই টাইগারের সাথে খুব মিষ্টি একটি ছবি তিনি সোশ্যাল মেডিয়ায়ে পোস্ট করেন। কিন্তু ঘুম কেড়ে নায়ে তাঁর পরবর্তী ইন্সটাগ্রাম পোস্ট টি । তাকে দেখা যায়ে একটি কালো রঙের বিকিনিতে। বিকিনিতে উন্মুক্ত সুঠাম শরীরের একটি মিরর সেলফি তিনি তাঁর ইন্সটাগ্রামে পোস্ট করেন যা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায়ে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, তিনি ইতিমধ্যেই বাস্কেটবল খেলোয়াড় এবন হায়েমস র সাথে তার বিচ্ছেদের কথা জানিয়েছেন সোশ্যাল মেডিয়ায়ে। এও অনুরোধ করেছেন তাকে যেন এবনের সাথে কোনো ছবিতে জোড়া না হয়। কিছুদিন আগেই তিনি ভক্তদের ক্যামেরাবন্দী হয়েছেন তার ভাই টাইগারের বান্ধবী অভিনেত্রী দিশা পাটানির সাথে। ২৭ বছর বয়সী কৃষ্ণা কী তাহলে তার বাবা আর ভাই এর মতো নিজেও বলি দুনিয়ায়ে পা রাখতে চলেছেন? কৌতুহল কমছে না ভক্তদের।