Read Time:1 Minute, 50 Second
হাইভোল্টেজ ত্রিপ্রায় জোর কদমে চলছে ভোটগ্রহণ পর্ব। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরাবাসীকে ট্যুইট করে রেকর্ড হারে ভোটদানের জন্যে আবেদন করেছেন। ট্যুইটে যুবদের জন্য দিলেন বিশেষ বার্তা৷ তিনি বলেন, ট্যুইটে তিনি লিখেছেন, “গণতন্ত্রের এই উৎসব সাড়ম্বরে পালন করুন। রেকর্ড হারে ভোটাধিকার প্রয়োগ করুন। বিশেষভাবে এই আর্জি রাখছি ত্রিপুরার যুব সম্প্রদায়ের কাছে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনারা।”

টানটান উত্তেজনায় আজ ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ত্রিপুরায় শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচনের লড়াই। এই রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে ২৫৯ প্রার্থীর লড়াই চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটদান পর্ব। বিজেপিই কি গিরতে চলেছে ফের ত্রিপুরার সিংহাসনে নাকি খেলা ঘুরবে। এই নিয়েই রাজনৈতিক লড়াই চলছে আজ।