নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ বাম কর্মী। ১১ ফেব্রুয়ারি বাম ও কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবিতে নবান্ন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাহারপোতা গ্রামের বাসিন্দা দীপক পাঁজা। ঘটনার দুদিন পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি বাম কর্মী দীপক। পরিবার সূত্রে খবর, ১১ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এলাকার বাম কর্মী-সমর্থকদের সঙ্গেই নবান্নের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কর্মসূচি সেরে প্রত্যেকে বাড়ি ফিরলেও আচমকা নিখোঁজ হয়ে যান দীপক।

দীপকের আচমকা নিখোঁজের পেছনে তৃণমূল এবং পুলিশকেই দায়ী করেছেন পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলী। ইতিমধ্যে পরিবারের তরফে পাঁশকুড়া থানায় নিখোঁজ ডাইরি করা হয়েছে। পাশাপাশি হাওড়ার শিবপুর থানায় এক প্রতিনিধি দল খোঁজ খবর রাখছে। শিবপুর থানা ও নিউ মার্কেট থানায় প্রতিনিধি দল গিয়ে নিখোঁজ ডাইরি করবেন বলেও জানিয়েছেন বিধায়ক।

এদিকে, স্বামীকে খুঁজে না পেয়ে ভেঙে পড়েছেন স্ত্রী সরস্বতী পাঁজা। তাঁর কাতর আর্জি, পড়াশোনা জানেন না দীপকবাবু তাই পুলিশ যদি ওঁনার স্বামীকে খুঁজতে সাহায্য করেন। কোথায় আছেন? কি অবস্থায় আছেন? তাই নিয়ে বেশ উদ্বিগ্ন নিখোঁজের স্ত্রী।