আজ শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় কৃষাণ ক্ষেতমজুর সংগঠন থেকে এক দলীয় কর্মসূচিতে এলাকার পাঁচজন পঞ্চায়েত সদস্য সহ বিজেপি, সিপিএম ও কংগ্রেস থেকে প্রায় ১০০ জন কর্মী তৃণমূলে যোগদান করলেন । নব্য তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কৃষাণ ক্ষেতমজুর সংগঠনের নেতা হাবিবুল রহমান । তৃণমূলে যোগদানের কারণ হিসেবে তাঁরা জানিয়েহেন, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে তার হাত শক্ত করতেই মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের করতেই তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন ।
এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজ কুমার কুণ্ডু, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার ঘোড়া, জেলা পরিষদের কর্মদক্ষ সুমিত্রা পাত্র সহ একাধিক তৃণমূল ব্যক্তিত্ব । তবে, তুমুল পরিমাণ সদস্যের দলত্যাগে ওই দলগুলি বিপদে পড়তে পারে বলে আশংকা করছে রাজনৈতিক মহলের একাংশ ।