শর্তসাপেক্ষে গঙ্গা সাগর মেলার অনুমতি হাইকোর্টের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 42 Second

সম্প্রতি কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। বড়দিনের পর থেকেই কোভিড আক্রান্তের সংখ‍্যা ক্রমেই বাড়ছে। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের কোভিড সংক্রমণ ব‍্যাপক আকার ধারণ করেছে। গত একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে পনেরো হাজার মানুষ।
করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ‍্যেই শর্তসাপেক্ষে গঙ্গা সাগর মেলার অনুমতি দিল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি কোভিড বিধি মানার জন্য একাধিক নির্দেশ জারি করেছে হাইকোর্ট। মেলার আয়োজনের পর সব নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের কমিটিও গঠন করে দিয়েছে হাইকোর্ট। এই কমিটিত থাকছেন মানবধিকার কমিটির চেয়ারম্যান, বিরোধী দল নেতা সহ রাজ্যের মু্খ্যসচিব অথবা এদের মনোনীত প্রতিনিধিরা।
মেলায় হাইকোর্টের সব নির্দেশ মানা হচ্ছে কি না প্রতিদিন কমিটির সদস্যরা তা খতিয়ে দেখবেন। যদি হাইকোর্টের নির্দেশ না মানা হয় বা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তৎক্ষনাৎ মেলা বন্ধ করে দেবে কমিটি।
চিকিৎসক অভিনন্দন মন্ডল কোভিডের আগের দুটি ঢেউ এর ভয়ঙ্কর পরিস্থিতির পাশাপাশি মৃত‍্যু মিছিলের কথা মাথায় রেখে জনস্বার্থে হাইকোর্টে এই মামলা করেছিলেন। গত বছর এই গঙ্গা সাগর মেলার পর থেকে মানুষের সংক্রামণ হার দ্রুত বৃদ্ধি পেয়েছিল।
তৃতীয় ঢেউ এর মুখে দাঁড়িয়ে হাইকোর্ট কি ভাবে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল ? যেখানে এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লোকের ভিড় উপচে পড়ে। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে আদালত যেখানে ন‍্যায় বিচার করে ,এ কি ধরনের রায় দিল? মেলার অনুমতি দিয়ে সাধারণ মানুষকে এ কোন পথে ঠেলে দিল হাইকোর্ট?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

খোলা শুধু বহির্বিভাগ, সব পরিষেবা বন্ধ চিত্তরঞ্জন সেবা সদনে । এম ভারত নিউজ

নতুন বছর শুরুতে করোনার দাপটে দিশাহারা সাধারন মানুষের পাশাপাশি চিকিৎসক মহল। ইতিমধ‍্যেই রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। তৃতীয় ঢেউয়ের ধাক্কায় মুছড়ে পড়েছে শহরের চিকিৎসা পরিষেবা।চিত্তরঞ্জন সেবা সদনে-র জরুরি বিভাগ ছাড়া বাকি সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গেছে। সূত্র মারফত জানা যাচ্ছে ২ জন চিকিৎসক ছাড়া বাকি সব চিকিৎসক করোনায় আক্রান্ত […]

You May Like

Subscribe US Now

error: Content Protected