নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : নর্দমার মধ্য থেকে উদ্ধার ‘স্বাস্থ্য সাথী’-র ফর্ম। শনিবার পূর্ব মেদিনীপুর মহিষাদল সিনেমা মোড়ে ফর্মগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে যখন শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। সংশ্লিষ্ট দফতরের গাফিলতির নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সময় জেলার মারিশদা ব্লকের কৃষি দপ্তরে ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের জমা নেওয়া ফর্ম ফেলে দেওয়ার অভিযোগ তুললেন শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা কণিষ্ক পন্ডা।

বিজেপি নেতার অভিযোগ, ‘স্বাস্থ্য সাথী’ কার্ড হল ঢপের চপ, বহু জায়গায় ‘স্বাস্থ্য সাথী’ কার্ডের জন্য ফর্ম ফিলাপ করা হয়েছে। কোথাও পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ তো আবার মহিষাদলে নর্দমা থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি স্বাস্থ্য ‘স্বাস্থ্য সাথী’ কার্ডের ফর্ম। এটা থেকে বোঝা যায় তৃণমূল ভোটের প্রচার করতেই এসব করছে। এদের কোনো কাজ নেই, তাই সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে এভাবে ঠকানো হচ্ছে। এরপরই তিনি বলেন, এভাবে ঠকানো হল কেন তার তদন্ত দাবি করছি জেলাশাসকের কাছে।
অন্যদিকে, বিজেপি নেতার এমন অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর মামুদ হোসেন পাল্টা দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ‘দুয়ারে সরকার’ এবং ‘পাড়ায় সরকার’ ব্যাপক সাড়া ফেলেছে মানুষের মধ্যে। আর তাই বিজেপি তাদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে নিজেরাই ফর্ম ফিলাপ করে ফেলে দিয়ে অপপ্রচার করছে।