Read Time:1 Minute, 22 Second

বদলে গেল উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির সিলেবাস । পাঠ্যবই-এর সিলেবাসে এল আমুল পরিবর্তন । রবীন্দ্রনাথের বদলে যুক্ত হল রামদেবের কাহিনী । আর এই ঘটনায় তীব্র কটাক্ষ করলেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । জানা যাচ্ছে, নয়া শিক্ষাবর্ষে ইংরাজির জন্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি-র সিলেবাস চালু করছে উত্তরপ্রদেশ। যাতে ছাত্র-ছাত্রীদের উপরে বেশি চাপ না পড়ে । আর সেই কারণেই দ্বাদশ শ্রেণির ইংরেজি সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে ‘দ্য হোমকামিং’ অর্থাৎ রবীন্দ্রনাথের ‘ছুটি’ । এই ঘটনার তীব্র নিন্দা করে তাই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্তব্য করেছেন, ‘ওঁরা কোনওদিন বাঙালির ঐতিহ্য বোঝেনি। ওঁদের কাছ থেকে এহেন আচরণ প্রত্যাশিত। দেশের সংস্কৃতি বোঝে না ওঁরা।’