গোপালপুরে বিজেপির রোড শো-তে মিঠুন চক্রবর্তী ।এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 53 Second

ইতিমধ্যে বঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা শেষ হয়েছে। তাই পঞ্চম দফা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে ব্যস্ত সকল দলের নেতৃত্ব। এরই মধ্যে আজ ১১৭ নম্বর রাজারহাট গোপালপুর বিধানসভা কৃষ্টপুর বিশ্ববাজার থেকে প্রার্থী শমীক ভট্টাচার্যের হয়ে নির্বাচনী প্রচারের পদযাত্রায় অংশগ্রহণ করলেন বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেছেন এই বিখ্যাত অভিনেতা। তবে নিজের অভিনয় দক্ষতার জন্য আগে থেকেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি । তবে বেশ অনেকদিন পর্যন্ত লাইমলাইটে দেখা যায়নি তাঁকে। তবে এত বছর বাদে রাজনীতির ময়দানে নেমেও তাঁর অনুগামীদের অভাব হল না।

বঙ্গ নির্বাচন ২০২১- এর প্রথম দফা নির্বাচনী প্রচার থেকে শুরু করে এখনও পর্যন্ত বেশ অনেকগুলো রোড শো করেছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি জনসভায় অংশ নিতে দেখা গেছে তাঁকে । বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীদের হয়ে ইতিমধ্যেই প্রচার করতে দেখতে পাওয়া গেছে তাঁকে। তাঁর এই রোড শো-কে কেন্দ্র করে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা গেল রাস্তার দুই ধারে।

তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের জনজীবনে । বর্তমানে করোনা সংক্রমনের হার এতটাই ঊর্ধ্বগামী, যে এই সমস্ত রাজনৈতিক জনসভা এবং রোড শোতে যে বিপুল পরিমাণে জনজোয়ার দেখতে পাওয়া যাচ্ছে, তা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের কপালে। একদিকে যেমন মহাসমারোহে টিকা উৎসব পালিত হচ্ছে ঠিক তেমনি আরও একদিকে করোনা সংক্রমনের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য আজ মিঠুন চক্রবর্তীর এই রোড শো -তেও রীতিমতো দায়সারা ভাবে পালন করা হলো কভিড বিধি। তবে এ ব্যাপারে কেন কোনো তৎপরতা দেখাচ্ছেনা নির্বাচন কমিশন সেই বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

টসে জিতে প্রথমে বোলিং করছে কেকেআর । এম ভারত নিউজ

আজ আইপিএলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা ও মুম্বাই একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচে টসে জিতে বোলিং নিল কেকেআর। বোলিংয়ে কেকেআরের জন্য প্রধান অস্ত্র হতে পারেন অভিজ্ঞ হরভজন সিংহ। যিনি দীর্ঘ ২ বছর পর আইপিএল জগতে ফিরে এসেছেন। মুম্বই সংসারে ১০ বছর কাটানো ভাজ্জি বিপক্ষের সবাইকে হাতের তালুর মতো […]

Subscribe US Now

error: Content Protected