সন্দেশখালি প্রসঙ্গে দলের অবস্থান বজায় রেখে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না৷ অভিযোগ ছিল কিছু ব্যক্তির বিরুদ্ধে৷’ শুধু তাই নয়, সন্দেশখালি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কুণাল ঘোষ দাবি করেন, শেখ শাহজাহান একসময় নিরাপদর সঙ্গে দল করতেন।
বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে কূণাল ঘোষ জানান, ‘সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমাদের কাছেও অভিযোগ ছিল। গোটাকয়েক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল। দুর্ভাগ্যজনক। বিষয়টা প্রমাণ সাপেক্ষ। দল, সরকার, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে’।
তিনি আরও জানান, ২০১৬ সাল পর্যন্ত ওই এলাকার বিধায়ক ছিলেন সিপিএম নেতা নিরাপদ সরকার। কুণালের দাবি, ‘শেখ শাহজাহান একসময় নিরাপদর সঙ্গে দল করত। শুধু তাই নয়, তৃণমূল নেতার অভিযোগ, মহিলারা না হয় বলতে ভয় পেয়েছিলেন, আপনারা কি করছিলেন? যদি ওখানে এতদিন ধরে অভিযোগ থাকত কেন একবার বললেন না? আলিমুদ্দিন স্ট্রিটে কেন বলেননি? মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করতেন? বিকাশ সিং ওখানে থাকতেন। সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে কেন প্রেস কনফারেন্স করলেন না? যেভাবে আবেগ নিয়ে কুৎসিততম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা ঠিক না’।