
রানিকুঠিতে দলীয় কার্যালয়ে এক যুবককে চড় মেরে বিতর্কে জড়ালেন বাবুল সুপ্রিয়।দোলের দিন রানিকুঠিতে বিজেপির কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্ত্রী এবং মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলেন বাবুল। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন তিনি। ঠিক এই সময় এক যুবক বাবুলকে টিপ্পনী কাটেন। বলেন, “ছবি তুলে কিছু হবে না। এখানে লড়তে হবে।” যুবকের কথাবার্তা শুনে তাকে চুপ করতে বলেন বাবুল। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। যুবক বলেই চলেন, যেটা সত্যি, সেটাই তিনি বলছেন।
এই কথা শোনার পরেই ওই যুবককে দলীয় কার্যালয়ের ভিতরে নিয়ে যান বাবুল। অফিসে ঢোকার মুখে গেটের কাছেই যুবককে চড় মারেন বাবুল।বাবুল তাঁকে থামতে বলার পরে তিনি থামতে চাননি। তারপরেই মেজাজ হারিয়ে ফেলেন বাবুল । সাংবাদিকদের সামনেই এই ঘটনা ঘটায় ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।তবে কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের দাবি, অশান্তির পরিবেশ তৈরি করতে তৃণমূলই কিছু বহিরাগতকে পাঠিয়ে দিচ্ছে। শুধু তাই নয় পাশাপাশি তিনি এও বলেন দলের মধ্যেও কিছু মীরজাফর রয়েছে তাদের কথা চিন্তা করেই তাকে কার্যালয়ের ভেতরে নিয়ে যাওয়ার কথা ভাবেন তিনি। তারপরই সাফাই দেন, তৃণমূলের লোক এভাবে ঢুকে এলে চড়ই খাবে।