Read Time:1 Minute, 9 Second
এই মুহূর্তে ব্রিগেডে এসে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিন বিমান আসে তাঁর সঙ্গে । ‘মোদী’-এর নামে সম্বোধন করে তাঁকে আহ্বান জানাল ব্রিগেড । মিঠুন চক্রবর্তী তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন । বিমানবন্দর থেকে কপ্টারে করে রেসকোর্সের মাঠে যান মোদী । সেখান থেকে সোজা চলে আসেন প্রধানমন্ত্রী ।

মঞ্চে বক্তব্য রাখলেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতা মুকুল রায় । মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নেতা সহ বহু তারকারা । রাজীবের কথায়, আজকের এই বিপুল জন সমাবেশ প্রমাণ করছে ২০২১-এর ভোটে জয় হচ্ছে বিজেপির । এর পর মোদীর নাম করে এবং ‘জয় শ্রী রাম ধ্বনিতে মোদীকে সম্বর্ধনা দেওয়া হল । বক্তব্য রাখলেন লকেট চট্টোপাধ্যায় ।