রাজ্য থেকে জেলা, বনধের প্রভাব কোথায় কেমন দেখে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:5 Minute, 33 Second

বাম ও কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ সহ অশান্তির প্রতিবাদে 12 ঘণ্টা বনধ চলছে রাজ্যজুড়ে। সকাল ৬টা থেকে শুরু হয়েছে বনধ। সকাল থেকেই কোথাও সড়ক অবরোধ তো কোথাও আবার রেল অবরোধে সামিল হয়েছে আন্দোলনকারীরা। যাদবপুরে চলছে রেল অবরোধ। ইতিমধ্যেই আটাকনো হয়েছে হাসনাবাদ ট্রেন ও বারুইপুর লোকাল। অবরোধে সামিল সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও অন্যান্য বাম সমর্থকরা । কার্যত ট্রেনের উপর উঠে পড়েন ধর্মঘটকারীরা । ডানকুনি শাখায় ৬.৫৩র শিয়ালদহগামী ট্রেনকে আটকে দেওয়া হয়। আধ ঘণ্টার ব্যবধানে এরপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল । তবে শিয়ালদহ শাখা থেকে সময়মতো চলছে দূরপাল্লার ট্রেন ।

ডোমজুড় ও চুঁচূড়ায় রেল অবরোধের খবর পাওয়া গিয়েছে। বাদ পড়েনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াও। NH6 রাজ্য সড়কের ওপর সকাল থেকেই বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেসের ছাত্র যুব কর্মীরা। প্রায় কয়েক-শ কর্মী-সমর্থক ধর্মঘটে সামিল হন। প্রায় কয়েক ঘন্টা অবরোধের পর পাঁশকুড়া পুলিশের তরফে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পাঁশকুড়া পূর্ব বিধায়ক ইব্রাহিম আলী, কংগ্রেস নেতা কল্যাণ রায় সহ একাধিক বাম কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ। অন্যদিকে চুঁচুড়া রোডে বাম কর্মীদের অবরোধে তুলতে গেলে পুলিশদের চকোলেট দিতে চান বনধ সমর্থকরা । যদিও সেই চকোলেট নেননি পুলিশ কর্মীরা ।

এদিকে, শুক্রবার সকাল থেকেই অবরোধ চলছে হাওড়ার বিভিন্ন প্রান্তে। বেলা যত বাড়ছে ততই একাধিক জায়গায় অশান্তির খবর আসতে শুরু করছে। এদিন সকালে হাওড়ার পাঁচলার রানীহাটি মোড় এলাকায় ১৬ নং জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কংগ্রেস সর্মথকরা। ফলে অবরুদ্ধ হয়ে যায় খড়গপুর ও কলকাতাগামী দুই লেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী। ডোমজুড়ে অবরোধ বজায় রাখতে হাওড়া-আমতা রোডে রাস্তা আটকে ফুটবল খেলতে দেখা যায় বাম কর্মী, সমর্থকদের। অবরোধ তুলতে গেলে বনধ সর্মথনকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। লাঠিচার্জ করে হটিয়ে দেওয়া হয় বনধ সর্মথকদের। ঘটনায় আহত হন বেশ কয়েকজন বনধ সর্মথনকারী। আহতরা স্থানীয় গাববেড়িয়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন।

অশান্তি পাঁচলার বাউরিয়া মোড়েও। ওই এলাকা অবরোধ করেন বনধ সর্মথনকারীরা। ঘটনাস্থলে পুলিশ এসে বনধ সর্মথকদের সঙ্গে কথা বলে ১৬ নং জাতীয় সড়ক যানজট মুক্ত করার চেষ্টা করে। হাওড়া,আমতা,উলুবেড়িয়া, বাগনান সহ একাধিক বাসষ্ট্যান্ড এলাকায় সরকারি বাসের দেখা মিললেও বেসরকারি বাসের দেখা খুবই কম। তবে আপাতত রেল চলাচল স্বাভাবিক।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে ১০-এ রাজ্য সড়ক অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা।বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ড চত্বরে বাম ও কংগ্রেসের বিক্ষোভ মিছিল দেখা যায়।  উত্তরপাড়ার জিটি রোডের ধাড়সা মোড়েও বনধ সমর্থকদের রাস্তায় ফুটবল খেলতে দেখা যায় । কোচবিহার শহরের কেশব রোডে সকালে টায়ার জ্বালিয়ে চলে যান ধর্মঘটকারীরা । অন্যদিকে ক্যানিং হাসপাতাল মোড়ে রাস্তায় ক্যারম বোর্ড পেতে খেলতে শুরু করেন বাম ধর্মঘট সমর্থকরা।

কলকাতা শহরে বনধের তেমন কোন প্রভাব না পড়লেও নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

বামেদের ডাকা এই বনধের সমর্থনে রয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল । তৃণমূল সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত অফিস খোলা থাকছে এবং আজ প্রত্যেক কর্মীকে অফিসে আসতেই হবে । এ-ছাড়াও উল্লেখ্য আজই খুলছে স্কুল । বামেদের এই বনধ একেবারেই মানতে নারাজ শাসক দল ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজ থেকেই খুলল স্কুল, থাকছে বিশেষ গাইডলাইন । এম ভারত নিউজ

আজ বনধের মধ্যেই রাজ্যে খুলল স্কুল । বাম ও কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ সহ অশান্তির প্রতিবাদে আজ 12 ঘণ্টা বনধ চলছে রাজ্যজুড়ে । সেই বনধকে কার্যত তোয়াক্কা না করেই বিদ্যালয়ে পৌঁছলেন শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীরা । যদিও সরকারে তরফ থেকে অতিরক্ত বাস নামানো হয়েছে রাস্তায় । অন্যদিকে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected