বিজেপির যুব মোর্চার মৌন মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার। সেন্ট্রাল অ্যাভিনিউতে পুলিশ মিছিল আটকে দিলে রীতিমত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। বাংলায় কোনও আইনশৃঙ্খলা নেই। একের পর এক বিজেপি নেতা-কর্মী খুন হচ্ছে রাজ্যে।’ এই অভিযোগ তুলে বুধবার কলকাতায় বিক্ষোভ মৌন মিছিল করে বিজেপির যুবমোর্চার সদস্যরা। মিছিল থেকে কল্যাণ চৌবে, রিমঝিম মিত্র, কাঞ্চনা মৈত্র-সহ শতাধিক বিজেপি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এদিকে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন বিজেপির যুব মোর্চার সহ সভাপতি শঙ্কুদেব পণ্ডা।
এদিন মিছিল মুরলীধর লেনের বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়ে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই কলকাতা পুলিশ বিজেপির কার্যালয় ঘিরে ফেলে। সেখানে একচোট ধস্তাধস্তি হয়। গান্ধীমূর্তি পৌঁছনোর আগেই মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন যুবমোর্চার সদস্যরা। এদিন যুব মোর্চার মহিলা সদস্যদের অভিযোগ, পুলিশ প্রকাশ্যে শ্লীলতাহানি করেছে।