ফের আমেরিকা সফরে মোদি । এম ভারত নিউজ

user
0 1
Read Time:2 Minute, 22 Second

সামনেই কোয়াডসামিট! আর সেই উদ্দেশ্যেই এবার আমেরিকা যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রসঙ্গত উল্লেখ্য জো বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে এই প্রথমবারের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন মোদি। প্রসঙ্গত উল্লেখ্য এই মাসেই দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২৫ সেপ্টেম্বর সেই দেশ থেকেই বক্তব্য রাখতে চলেছে দেশের প্রধানমন্ত্রী। কোয়াড সামিট থাকার কারণে চার দেশের রাষ্ট্রপ্রধানরা আমেরিকায় বৈঠক করতে চলেছেন। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ছাড়াও সেই বৈঠকে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। তবে এই বৈঠকের পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। মূলত পরিবেশ এবং উন্নয়ন জনিত সমস্যা থেকে শুরু করে সাইবার সমুদ্রপথ এবং করোনা পরিস্থিতি সমস্ত বিষয়ে আলোচনা করা হতে পারে ,এই বৈঠকে। এমনকি বহির্বিশ্বের আফগান প্রসঙ্গ উঠে আসতে পারে ওই দিনের বৈঠকে।

মূলত আফগানিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার ফলে সমস্ত দেশগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্যার মুখোমুখি হচ্ছে। ওদিকে করোনাকালীন কঠিন পরিস্থিতি থেকে রেহায় পায়নি কোন দেশ। আর সেই কারণেই একে অপরকে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সহযোগিতার বার্তা দেওয়া হয়েছিল আগেই । তাই ঠিক কীভাবে সহযোগিতা করা হবে সেই বিষয়েও আলোচনা হতে পারে ঐদিনের বৈঠকে।

Happy
Happy
50 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
50 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইষ্ট-কোষ্ট এক্সপ্রেস । এম ভারত নিউজ

সাঁতরাগাছিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইষ্ট-কোষ্ট এক্সপ্রেস। কারশেড থেকে মালপত্র নিয়ে অন্যত্র যাওয়ার সময় আপলাইনের উপর বিকল হয়ে পড়ে একটি ব্যাটারি চালিত ট্রলি। ট্রলিটিকে সারানোর পাশাপাশি অন্যত্র সরিয়ে নেওয়ার সময় মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার সময় হটাৎই আপ লাইন দিয়ে ছুটে এসে সজোরে ধাক্কা মারে ইষ্ট-কোষ্ট এক্সপ্রেস। দুটুকরো হয়ে […]

Subscribe US Now

error: Content Protected