0
0
Read Time:48 Second
ন্যাজাল কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু করছে সেরাম ইন্সটিটিউট । পৃথিবীর বিভিন্ন দেশে চলছে ভ্যাকসিনের ট্রায়াল। যাতে ভারতের এই সংস্থা বিশেষ ভূমিকা নিয়েছে । ড্রাগ কন্টোলার জেনারেলের কাছ থেকে অনুমতি পেলেই ইন্ট্রান্যাজাল কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে এই সংস্থা । রবিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন । বেশ বড় আকারেই হবে এই ট্রায়াল বলেও জানান তিনি ।