কাবুলে রকেট হামলায় পাল্টা প্রত্যাঘাত আমেরিকার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 59 Second

কাবুল বিমানবন্দরের বাইরে জঙ্গী হামলার ঘটনায় ভয়াবহ প্রত্যাঘাত আমেরিকার। জানা যাচ্ছে আজ বিকেলে কাবুল বিমানবন্দরের বাইরে রকেট হামলার বদলা নিতে আকাশপথে ভয়াবহ এয়ার স্ট্রাইক করে আমেরিকা। বিখ্যাত এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে , বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে দ্রুত বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক জঙ্গি। আর সেই খবর আগে থেকেই মার্কিন বাহিনীর কানে পৌঁছানোয় দ্রুত পদক্ষেপ নেয় তাঁরা ।পরবর্তীতে আকাশপথে ড্রোন মারফত হামলা চালানো হয় ওই গাড়িটির ওপর। সূত্রের খবর, গাড়িভরতি আইইডি নিয়ে বিমানবন্দরে কোন বড়োসড়ো হামলার চক্রান্ত ছিল ওই জঙ্গির । তবে মার্কিন সেনার তৎপরতাতেই তা বানচাল হয়ে যায় । এই প্রসঙ্গে মার্কিন প্রশাসনের দাবি উক্ত ওই জঙ্গি আইএস (কে)র ১ শক্তিশালী সদস্য। সেক্ষেত্রে তাকে হত্যা করতে পারা মার্কিন বাহিনীর কাছে এক বড় সাফল্য।

উল্লেখ্য আজ বিকেলেই জঙ্গী গোষ্ঠীর তরফ রকেট হামলায় নিহত হয়েছেন দুইজন। যার মধ্যে এক শিশুও বর্তমান। পাশাপাশি আরও তিনজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে । এমনকি জানা যাচ্ছে মার্কিনিদের লক্ষ্য করেই এই রকেট হামলা চালানো হয়। ইতিমধ্যই এই হামলার দায় স্বীকার করেছে আইএস(কে )জঙ্গিরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

না ফেরার দেশে সাহিত্যিক বুদ্ধদেব গুহ । এম ভারত নিউজ

ফের নক্ষত্র পতন সাহিত্য জগতে। না ফেরার দেশে চলে গেলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। জানা যাচ্ছে, গত এপ্রিল মাসে করোনাকালীন ভয়াবহতা সময় করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। মূলত বার্ধক্যজনিত কারণে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়েছিল তাঁর শরীরে। তবে সমস্ত ভয় কাটিয়ে করোনার বিরুদ্ধে এই যুদ্ধ জিতে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে গতকাল আর […]
News_1070

Subscribe US Now

error: Content Protected