টিকা নিয়ে সুখবর দিল মর্ডানা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 22 Second

শীতে বাড়তে পারে সংক্রমণ। এমনই আশঙ্কা চিকিৎসকদের। এরই মাঝে সুখবর দিল ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্না। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ রোগীর ক্ষেত্রে তাদের তৈরি টিকা ১০০ শতাংশ কার্যকার। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই করোনাভাইরাসের দুই কোটি ডোজ টিকা তৈরি আশ্বাস দিয়েছে মর্ডানা। করোনার এই টিকা এক মাস অন্তর দুবার দিতে হবে।

মডার্নার প্রধান নির্বাহী পরিচালক স্টিফেন ব্যানসেল সোমবার জানান, তাঁর সংস্থা ২০২১ সালের মধ্যে ৫০ থেকে ১০০ কোটি ডোজ টিকা প্রস্তুত করবে। এদিকে, মডার্নার এই ঘোষণার পর এই সংস্থার শেয়ারের দামে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। ১৮ শতাংশ বেড়ে ১৪৯ দশমিক ৫০ ডলার হয়েছে এর প্রতিটি শেয়ারের মূল্য।মর্ডানার গবেষণার সম্পূর্ণ ফল হাতে আসার পর দেখা গেছে, করোনার বিরুদ্ধে ওই টিকা ৯৪.১ শতাংশ কার্যকর। অত্যাধিক ঝুঁকিপূর্ণ রোগীর ওপর এ টিকা ১০০ শতাংশ কাজ করে বলে দাবি করেছে ওই সংস্থা।

এর আগে আরেক মার্কিন টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার দাবি করেছে, তাদের তৈরি টিকা ৯৫ শতাংশ সফল। জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ফাইজারের সঙ্গে যৌথভাবে ওই করোনা টিকার গবেষণায় কাজ করছে। মডার্না এক বিবৃতি বলছে, তারা আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এই টিকাকে আপৎকালীন ভিত্তিতে ছাড়পত্র দেয়ার জন্য আবেদন করেছে। সেই সঙ্গে ইউরোপীয় মেডিসিনস এজেন্সির কাছেও এই টিকাকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধতা দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হেঁটেই কোভিড সচেতনতার প্রচার । এম ভারত নিউজ

কোভিড সচেতনতায় কতকিছু না করছে সরকারের বিভিন্ন দফতর। এবার সেই সচেতনতার লক্ষ্যে এগিয়ে এলেন হাওড়ার উদয়নারায়নপুরের বাসিন্দা ঠাকুরদাস শাসমল। দেশের বিভিন্ন প্রান্তে পায়ে হেঁটে সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করে চলেছেন তিনি। জানা গিয়েছে গত ২৫ শে অগস্ট বর্ধমান থেকে এই অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেন ঠাকুরদাস শাসমল। এরপর […]

Subscribe US Now

error: Content Protected