এসএসসি-তে স্বচ্ছ ভাবে নিয়োগের দাবি সুকান্ত মজুমদারের। এম ভারত নিউজ

admin

এবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এ দ্রুত এবং স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে আন্দো

0 0
Read Time:1 Minute, 39 Second

এবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এ দ্রুত এবং স্বচ্ছ ভাবে নিয়োগের দাবিতে আন্দোলনরতদের পাশে দাঁড়ালেন বিজেপির নয়া নির্বাচিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে শিক্ষক পদপ্রার্থীদের এই আন্দোলন শনিবার ৩৪ দিনে পা দিল। এ দিন ওই আন্দোলনকারীদের অবস্থানে গিয়ে তাঁদের সমর্থনের আশ্বাস দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “ন্যূনতম যোগ্যতাও নেই, এমন লোকও এসএসসি-র মাধ্যমে শিক্ষকতার চাকরি পেয়েছেন। তালিকায় আগে থাকা প্রার্থীকে টপকে নিয়োগ করা হয়েছে পরের প্রার্থীকে। কত শিক্ষক নিয়োগ করা হবে, তা নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কথার মিল নেই। আমরা বিজেপির তরফ থেকে প্রয়োজনে আন্দোলনকারীদের আইনি সহায়তা করতে রাজি আছি।”

এই প্রসঙ্গে তৃণমূলের তরফে তাপস রায়ের মন্তব্য, “বিষয়টি আদালতের বিচারাধীন। সুতরাং, যা দেখার আদালতই দেখবে।” প্রসঙ্গত উল্লেখ্য, এই আন্দোলনকারীরা এর আগে একই দাবিতে দীর্ঘদিন সল্টলেকের সেন্ট্রাল পার্কেও আন্দোলন করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মোবাইলে গেম খেলায় ব্যস্ত, মথুরায় মর্মান্তিক পরিণতি দুই কিশোরের। এম ভারত নিউজ

রেললাইনে মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকায় ফের ট্রেনে পিষে প্রাণ গেল দুই কিশোরের।

Subscribe US Now

error: Content Protected