নিজস্ব সংবাদদাতা, হাওড়া : করোনা মহামারীর প্রথম ঢেউএর পর দ্বিতীয় ঢেউয়ের অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বঙ্গবাসী। কিন্তু অক্সিজেন প্রয়োজনীয়তা প্রথম ঢেউ এ সেভাবে না পড়লেও দ্বিতীয় ঢেউ এ তা হাড়ে হাড়ে টের পেয়েছে দেশের সমস্ত মানুষ। অক্সিজেন ঘাটতির জন্য হারাতে হয়েছে অনেক প্রাণ। পরিকাঠামো গত ত্রুটি নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্যে ও কেন্দ্র স্বাস্থদপ্তরকে। তার থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সারা দেশজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ হসপিটালে অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক।
সেই লক্ষ্যে এদিন রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের যৌথ উদ্যোগে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হসপিটালে অক্সিজেন প্লান্ট বসানোর প্রক্রিয়া শুরু করা হচ্ছে মঙ্গলবার থেকে। এদিন হসপিটাল চত্বরের মধ্যে অত্যাধুনিক হাইড্রোলিক মেশিনের সাহায্যে ভিত্তি প্রস্তুত স্থাপন করার জন্য মাটি খোলার কাজ শুরু হয়। ফলে কার্যত খুশির হওয়া চিকিৎসা মহলে। রোগীর পরিজনদের মধ্যে ও সেই খুশির আবহাওয়া দেখা গেছে।