সমস্যা মেটাতে তড়িঘড়ি বৈঠক ডাকলেন অমিত শাহ । কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় এতদিন ধরে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে বৈঠকে বসছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল প্রমুখরা । কৃষকদের দাবি এই আইন প্রত্যাহার করতে হবে । এতদিনের বৈঠকে কোন পরিণাম না আসায় আবার বুধবার ষষ্ঠ দফার বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দু-পক্ষের তরফে । কিন্তু তার মাঝেই আজ কৃষক সংগঠনের ডাকা ভারত বনধ সারা দেশে এমন প্রভাব ফেলেছে যার জন্যে এবার অমিত শাহ নিজেই সমস্যার সমাধান সুত্র খুঁজতে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন ।
বনধ কার্যকর করতে দেশের বিভন্ন জায়গায় সকাল থেকে চলছে রেল অবরোধ, বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে ট্রেন, নানা অবিজেপি দলের নেতারাও যোগ দিয়েছেন এই আন্দোলনে । বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হয়েছে, নানান জায়গায় চলছে অবস্থান কর্মসূচী, বেশ কয়েকটি এলাকায় বাস ভাঙচুর থেকে শুরু করে বাসে আগুন লাগানোর চেষ্টাও করা হয়েছে । এক কথায় বলা যেতে পারে এই বনধ কায়েম রাখতে কৃষক সংগঠন এবং সমস্ত অবিজেপি দলের লোকেরা কার্যত আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন । ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই আইনের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ধর্না কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন ।
কয়েকদিন আগে এই জটিলতা কাটাতে অমিত শাহ, নরেন্দ্র সিং তোমারদের সঙ্গে জরুরি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ কৃষক নেতা রাকেশ টিকাইতকে সন্ধের বৈঠকের কথা জানানো হয়েছে । রাকেশ জানিয়েছেন, তাঁর কাছে একটি ফোন আসে যেখানে বলা হয় অমিত শাহ একটি বৈঠক ডেকেছেন, সেই বৈঠকে সন্ধ্যা ৭ টায় যোগ দেওয়ার কথাও বলা হয় তাঁকে । তাঁরা বৈঠকে যোগ দেবেন বলেই জানিয়েছেন ওই কৃষক নেতা ৷