স্বামীর সঙ্গে ঝগড়া করে হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন স্ত্রী। এমনই ঘটনার সাক্ষী থাকল আসানসোলের বারাবনির ভানোড়া মোড়ে। সোমবার সকালে গৃহবধূর কীর্তি দেখে রীতিমত হুলস্থুল পড়ে এলাকায়। স্থানীয়রা দেখেন, বিশাল উঁচু বিদ্যুতের হাইটেনশন লাইনের খুঁটিতে কিনারে বসে বসে পা দোলাচ্ছেন মহিলা। শাড়ি পরিহিত ওই মহিলা এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। নীচে তখন দাঁড়িয়ে শয়ে শয়ে মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাবনি থানার পুলিশ। দমকল ও বিদ্যুৎ দফতরের লোকজনও এসে পৌঁছয়। কিছুতেই নীচে নামতে চাইছিলেন না মহিলা। তবে ঘন্টাপাঁচেক পর মহিলা নিজেই নেমে আসেন। হাঁফ ছেড়ে বাঁচে পুলিশ ও গ্রামবাসীরা। রায়মণি টুডু নামে বছর তিরিশের ওই মহিলা স্বামীর সঙ্গে ঝগড়া করে ৬ মাসের শিশুপুত্রকে বাড়িতে রেখেই রবিবার রাত থেকেই নিঁখোজ হয়ে যান। স্বামী ভরত হাঁসদা জানান, তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন। মাঝে মাঝেই রাতবিরেতে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ফের ফিরে আসেন বাড়িতে। কিন্তু সোমবার ভিন্ন ঘটনার সাক্ষী থাকল বারাবনি।
