আচমকাই গাড়ি ছেড়ে স্কুটি কেন ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 59 Second

ইউনিয়ন বাজেট অধিবেশন ২০২১-এর পর থেকে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। করোনা আবহে এরকম মূল্যবৃদ্ধির ফলে ক্রমেই বাড়ছে মধ্যবিত্তের দুশ্চিন্তা। তাই পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গাড়ি ছেড়ে স্কুটি চাপলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সকালে নবান্ন গেলেন ই -স্কুটিতে চড়েই । যদিও চালকের আসনে ছিলেন ফিরহাদ হাকিম, পরে নবানে্ন সারা দিনের কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে ব্যবহার করলেন সেই ই-স্কুটি তবে তখন চালকের আসনে ছিলেন স্বয়ং মমতা, স্কুটি ধরে রাখলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। নিরবভাবে প্রতিবাদ করেছেন তিনি বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল ।

জীবনে প্রথমবার স্কুটি চালানো মমতা বন্দ্যোপাধ্যাযের, তবে স্কুটিতে চড়েই বললেন এবার একা একাই সর্বত্র চলে যাবেন তিনি আর কারোর সাহায্যের প্রয়োজন হবে না। সারাদিনে নবান্নের কর্মসূচি শেষ করে ফিরতি পথে স্কুটির হাতল ধরলেন তিনি । জীবনে প্রথমবার চালালেও চেষ্টায় কোন খামতি নেই । নবান্ন থেকে হুগলি ব্রীজে ওঠার মুখ পর্যন্ত স্কুটি চালিয়েছেন তিনি তার নিরাপত্তার চিন্তায় আকাশে ওড়ানো হয়েছে ড্রন । এরই কিছুক্ষণ পরে স্কুটি চালালেন দিদির সেনাপতি ফিরহাদ হাকিম তারপর হরিশ মুখার্জি রোড পেরিয়ে ফের স্কুটি চালক হলেন মুখ্যমন্ত্রীর স্বয়ং।

ওদিকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধিকে নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছেন আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম 50 শতাংশ কমলেও দেশে পেট্রোল-ডিজেলের দাম দ্বিগুণ বেড়েছে কিন্তু কারণটা কি! পূর্ব তথ্য অনুসারে মোদি সরকার আসার আগে গ্যাসের দাম ছিল 400 টাকা এখন বেড়ে হয়েছে 825 টাকা । বঙ্গবন্ধুকে হুঁশিয়ারি দিয়ে মোদি সরকারকে বললেন গ্যাসের দাম কমিয়ে করতে হবে 400 টাকা হলে বৃহত্তর আন্দোলনের কথাও বলেছেন তিনি ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারত-পাক সীমান্তে শান্তির ছবি । এম ভারত নিউজ

ভারত-পাক সীমান্তে শান্তির ছবি, কার্যকর হল সংঘর্ষ বিরতি চুক্তি। এতদিন শান্তির ঘুম নষ্ট করে গোলাগুলি চলত যখন তখন । যার জেরে প্রাণ হারিয়েছেন বহু সৈনিক । তবে এবার কিছুটা হলেও স্বস্তির আশ্বাস পাওয়া গেল । গত বুধবার রাতে নিয়ন্ত্রণরেখা বা LoC (Line of Control) বরাবর সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হয়েছে […]

Subscribe US Now

error: Content Protected