অক্সিজেন অপচয় রুখতে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 0 Second

অব্যাহত করোনা পরিস্থিতি। অক্সিজেনের অপচয় রুখতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর। বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতেই অক্সিজেন ব্যবহার নিয়ে সর্তকতা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানে বলা হয়েছে ,করোনা রোগীদের অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯২-৯৬ % পর্যন্ত হতে পারে । কোন রোগীর অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ৯৬% শতাংশ হয়ে গেলে তাঁকে আর অক্সিজেন দেওয়ার প্রয়োজন নেই ।

রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছে যে আগামী দিনগুলিতে হাসপাতাল এবং নার্সিংহোমে অক্সিজেন মজুদ ও সরবরাহ দায়িত্ব সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি অক্সিজেন নার্সিং ম্যানেজমেন্টের দায়িত্বও সুনিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে গতকাল, সেখানে দায়িত্ব দেওয়া হবে একজন নার্সকে। স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে আগামীদিনে অক্সিজেনের সমস্যা মেটাতে একজন দায়িত্বপূর্ণ আধিকারিক নিয়োগ করা হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ পোর্টালে সব হাসপাতালে যতজন রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁর পূর্ণাঙ্গ তথ্য জানতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ গুলিকে।

স্বাস্থ্য দপ্তরে পেশ করা বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১ জন,দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার ৯৩৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৫ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল, ২ লক্ষ ৫৪ হাজার ১৯৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৩৩৮ জন। গতকাল পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছিলেন ৩ লক্ষ ৫৬ হাজার ০৮২ জন। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ১৭.৫২ কোটি মানুষের টিকাকরণ হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখন্ড, ভেসে গেল দেবপ্রয়াগ । এম ভারত নিউজ

আবারও ভয়াবহ ভূমিধসের মুখে পড়ল উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত দেবপ্রয়াগ। গতকালের তীব্র ঝড় বৃষ্টিতে দেবপ্রয়াগে বিপুল ক্ষয় ক্ষতির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। পাহাড়ের ওপরে ঝড়-বৃষ্টির কারণে, জলের স্রোতের দাপটে ভেসে গিয়েছে নিম্ন উপত্যকায় অবস্থিত সমস্ত দোকান ,ঘরবাড়ি। তবে স্বস্তির খবর একটাই যে এখনও পর্যন্ত কোন […]

You May Like

Subscribe US Now

error: Content Protected