মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথমবার রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছোলাবাড়িতে সভা করবেন শুভেন্দু অধিকারী। তার আগে জেলা ছেয়ে গেল শিবসেনার পতাকায়। অথচ এতদিন এই জেলাতে শিবসেনার চিহ্নমাত্র ছিল না। স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে।মন্ত্রিত্ব ছাড়ার পর ২৯ নভেম্বর, রবিবার, অরাজনৈতিক ব্যানারে শুভেন্দু অধিকারীর প্রথম সভা পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছোলাবাড়িতে। তার আগে শনিবার মহিষাদলের বিভিন্ন এলাকায় দেখা উড়তে দেখা গেল একাধিক শিবসেনার পতাকা। শুভেন্দু অধিকারীর সভার এলাকায় হঠাৎ একাধিক শিবসেনার পতাকা কেন? তবে কি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ? রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে তুমুল জল্পনা।

উল্লেখ্য, রবিবার মহিষাদলে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণসভা। এই স্মরণসভা কোনও রাজনৈতিক ব্যানারে হচ্ছে না। সভা হচ্ছে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির ব্যানারে। আর এই সমিতির সভাপতি স্বয়ং শুভেন্দু অধিকারী।

বিষয়টি নিয়ে তৃণমূল শিবিরের দাবি, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা-ই দেখা যায়। এখানেও তার অন্যথা হয়নি। অন্যদিকে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান, দলীয় পতাকা দেওয়ার অধিকার প্রত্যেক রাজনৈতিক দলেরই রয়েছে। তবে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।উল্লেখ্য, ২০০৯ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে তমলুকে প্রার্থী দিয়েছিল শিবসেনা। তার পর আর কোনও ভোটে দেখা যায়নি শিবসেনাকে।