নয়া সাফল্য পেল আফগান বাহিনী । জানা যাচ্ছে আজ একই সঙ্গে ৮১ জন সন্ত্রাসবাদীকে হত্যা করতে সক্ষম হন আফগান বাহিনীর সেনারা। আজ শনিবার উত্তর বালখ প্রদেশে বিমান হামলা চালানোয় হেলিকপ্টার বন্দুকযুদ্ধ ও যুদ্ধ বিমানের সমর্থিত আফগান বাহিনী এই বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন মোট ৮১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বিখ্যাত এক সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতি অনুসারে জানতে পারা গেছে, শনিবার দুপুরে প্রতিরোধকারী কলদার ও চামতাল জেলার কয়েকটি অংশে এই জঙ্গি অভিযান চালানো হয়েছিল, আফগানিস্থান সেনার তরফে। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই এই এলাকায় পুরোপুরিভাবে চিরুনি তল্লাশি করে ফেলে সেনারা। দু পক্ষের গোলাগুলিতে মৃত্যু হয় ৮১ জন সন্ত্রাসবাদীর এবং পাশাপাশি ৪৩ জন সন্ত্রাসবাদি আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়েছে, আফগান বিমান বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদসহ পাশাপাশি দুই ডজনেরও বেশি গাড়ি ও মোটরবাইক ধ্বংস করা হয়েছে। গত কয়েক মাসে তালিবান আফগানিস্তানের প্রায় ২০০ টিরও বেশি জেলা অধিগ্রহণ করেছে। তারপর থেকেই সে দেশের সকল নাগরিকের ওপর অকথ্য অত্যাচার চালিয়ে যাচ্ছে তারা । তাই এবার তড়িঘড়ি এই অভিযান চালালো আফগান সেনারা।