0
0
Read Time:1 Minute, 4 Second
এবারে টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথিলিটদের ফলাফল হতাশ করলেও ভারতীয় মহিলা বিভাগের খেলোয়াড়রা একে একে পদক জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ২০২০র টোকিও অলিম্পিকে ইতিহাস তৈরী করলেন ভারতীয় মহিলা বক্সার লভালিনা বরগোঁহাই। আজ তিনি মহিলা বক্সিংয়ের ৬৪-৬৯ বিভাগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ তাইপিয়েনের প্রতিদ্বন্দ্বী চেন লিয়েনকে ৪-১ এ পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করলেন।
লভালিনা সেমিফাইনালে প্রবেশ করে ভারতের আরেকটি পদক জয় নিশ্চিত করলন। মেরি কম এবং বিজেন্দ্র সিং এর পর লভালিনা তৃতীয় ভারতীয় অ্যাথলিট যিনি অলিম্পিকে বক্সিংয়ে ভারতের পদক জয়ের আশা নিশ্চিত করলেন।