রামমন্দিরে বসবেন ‘সেরা’ রামলালা, ভোটাভুটি শুক্রবার। এম ভারত নিউজ

admin

তবে বাকি দু’টিকেও পুরোপুরি সরানো হবে না। তাঁদের স্থান হবে মন্দিরের অন্য অংশে

0 0
Read Time:1 Minute, 50 Second

রাম মন্দির উদ্বোধন ঘিরে সাজো-সাজো রব অযোধ্যাতে, প্রস্তুতি তুঙ্গে, উন্মাদনাও শিখরে। প্রস্তুতি খতিয়ে দেখতে এক-এক করে সে রাজ্যে যাচ্ছেন বিজেপি নেতা মন্ত্রীরা। আমন্ত্রণপত্র ইতিমধ্যেই পাঠানো হয়ে গেছে। তবে রামলালার কোন মূর্তি বসানো হবে রামমন্দিরে, তা এখনও স্পষ্ট হয়নি । যা এই মুহুর্তের সবচেয়ে বড় প্রশ্ন। জানা গেছে, প্রস্তুত রয়েছে তিনটি মূর্তি। আর তার মধ্যেই বেছে নিতে হবে শ্রেষ্ঠ একটি মূর্তিকে। সমাধানের জন্য ভোটাভুটি হবে শুক্রবার। তবে বাকি দু’টিকেও পুরোপুরি সরানো হবে না। তাঁদের স্থান হবে মন্দিরের অন্য অংশে।

শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্রের ট্রাস্টের বৈঠকে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে বলেই জানা গেছে।

উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। ঠিক তার আগে সিদ্ধান্ত গ্রহণের জন্য এই পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, ২২ তারিখে অযোধ্যায় হাজির থকাবেন দেশের প্রথম সারির নেতা, নেত্রী সহ সমাজের নানা স্তরের বিশিষ্ট জনেরা। ২২ জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন। তবে তার আগে ১৬ জানুয়ারি হবে ‘প্রাণপ্রতিষ্ঠা’।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভয় ধরাচ্ছে করোনা! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০০-র বেশি, মৃত ৭। এম ভারত নিউজ

আগের দিন প্রায় ৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন

Subscribe US Now

error: Content Protected