প্রয়াত শেয়ার মার্কেট কিং রাকেশ ঝুনঝুনওয়ালা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 48 Second

১৯৬০ সালের ৫ই জুলাই হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। জন্মগ্রহণ হায়দ্রাবাদে করলেও তার বড় হয়ে ওঠা মুম্বাইয়ে। রাকেশ ঝুনঝুনওয়ালার বাবা ছিলেন আয়কর দপ্তরের অফিসার। নয় বছর বয়স থেকে রাকেশ ঝুনঝুনওয়ালার স্বপ্ন ছিল শেয়ার বাজারে বিনিয়োগ করার। ১৯৮৫ সালে রাকেশ নিজের পড়াশোনা সম্পূর্ণ করে শেয়ার বাজারে পা রাখেন। তাঁর সম্পত্তির মোট পরিমাণ প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার ভারতীয় টাকায় প্রায় ৪৩ হাজার কোটি টাকার বেশি। এই মুহূর্তে তিনি, ভারতে ৩৬ তম ধনী ব্যক্তি ছিলেন। ১৯৮৬ সালে ৫০০০ টাকা নিয়ে শেয়ার বাজারে পা রেখেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। তিনি টাটা টিয়ের শেয়ার ৪৩ টাকা কিনে ১৪০ টাকায় বিক্রি করেন, এর ফলে তার লাভ প্রায় পাঁচ লাখ টাকা হয় । ১৯৮৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে তিনি শেয়ার মার্কেট থেকে প্রায়২০ থেকে ২৫ লাখ টাকা লাভ করেন। তার জীবনের আরেক গুরুত্বপূর্ণ সময় হলো ২০০৩ সাল, এই সময় রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটেনের শেয়ার তিন টাকা দরে ৬ কোটি কিনে নেন। পরবর্তী কালে ওই ৩ টাকার শেয়ারের দাম হয় ৩৯০ টাকা, এরফলে তিনি টাইটানে শেয়ার থেকে প্রায় ২১০০ কোটি টাকা লাভ করেন। তার এই দূরদৃষ্টি সম্পন্নতার জন্যই তাকে ভারতীয় শেয়ার বাজারের বুলকিং বলা হত। গত ৭ আগস্ট যাত্রা শুরু করে তাঁর এয়ারলাইন্স ‘আকাশ এয়ার’। আগামী ৪ বছরের মধ্যে ৭০টি বিমানের উড়ানের লক্ষ্যমাত্রা নিয়েছিল এই সংস্থা। রাকেশ ঝুনঝুনওয়ালার অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিল তার এই স্বপ্নের উড়ান পরিষেবা। কিন্তু সাত দিন যেতে না যেতেই ১৪ ই আগস্ট রবিবার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন তিনি। তার জীবন কাহিনিই ভারতের প্রত্যেকটা ব্যক্তিকে শেখাবে কি করে ছোট্ট পুঁজি থেকে ধনকুবের হতে হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিতর্কের মুখে 'লাল সিং চড্ডা', আমিরের বিরুদ্ধে এফআইআর । এম ভারত নিউজ

হলিউডের অন্যতম ছবি ‘ফরেস্ট গাম্পে’র অনুকরণে তৈরি হয়েছে আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। লাল সিং চাড্ডা সিনেমার ট্রেলার মুক্তি পাবার পরই দেশজুড়ে আমির খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও লাল সিং চাড্ডা সিনেমা যাতে কেউ দেখতে না যায় তার দাবি উঠেছিল। সকলেই দাবি করেছিল যে আমির খান এই সিনেমায় […]

You May Like

Subscribe US Now

error: Content Protected