‘কংগ্রেসকে গুঁড়িয়ে দিতে চাইছেন মোদি’, অভিযোগ সোনিয়ার। এম ভারত নিউজ

admin

তাঁর অভিযোগ, লোকসভা ভোটের আগে কংগ্রেসকে আর্থিকভাবে দুর্বল……

0 0
Read Time:3 Minute, 11 Second

কংগ্রেসকে পরিকল্পনা মাফিক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। তাঁর অভিযোগ, লোকসভা ভোটের আগে কংগ্রেসকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। কংগ্রেস দলের উপর আর্থিক প্রতিবন্ধকতা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধিও। তিনি বলেন, ‘‌কংগ্রেসের বিরুদ্ধে এই পদক্ষেপ হল মোদি-শাহের অপরাধমূলক গতিবিধি।’

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি আয়কর বিভাগ কংগ্রেসের প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেয়। আর তারপরেই কংগ্রেস অভিযোগ করে, আয়কর দপ্তর অনিয়মিতভাবে ওই অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি টাকা জরিমানা বাবদ কেটে নিয়েছে। এই ঘটনার বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে আবেদনও করে কংগ্রেস। পরবর্তীতে ট্রাইব্যুনাল কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দিলেও ৭০ কোটির বকেয়া কর দিতেই হবে কংগ্রেসকে বলেই নির্দেশ দেওয়া হয়।

কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধীতা করে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস। উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অজয় মাকেনরা। এদিন সোনিয়া বলেন, ‘সাত বছর আগে ১৪ লাখ নগদের জন্য ২১০ কোটি জরিমানা। অথচ নিয়ম বলে সর্ব্বোচ দশ হাজার জরিমানা হতে পারে। কংগ্রেসকে পরিকল্পনা মাফিক গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী মোদি। এটা শুধু কংগ্রেসের উপর নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরেও জঘন্য আঘাত।’‌

নির্বাচনের দু’‌মাস আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। কমিশনও কিছু বলছে না বলে সরব হয়েছেন কংগ্রেস নেতারা। এই পরিস্থিতিতে ভোটের প্রচার হবে কীভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লির্কাজুন খাড়গে। তাঁর কথায়, ‘‌দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন চাইলে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিন।’

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, সমালোচনা মোদির। এম ভারত নিউজ

তবে বহরমপুর কেন্দ্রে প্রার্থী বদলের কোনও প্রশ্ন যে এখনও নেই তাও

Subscribe US Now

error: Content Protected