ভারত পাকিস্তানের সংঘাত চিরকালের । কিন্তু তা সত্ত্বেও ভারত পাকিস্তান বাণিজ্যিক ক্ষেত্রে ইমরানের সঙ্গে খানিকটা সুর নরম করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তবে আচমকাই মত পরিবর্তন করে পাকিস্তান ।
গতকাল থেকে ৩০ জুন অবধি ভারত থেকে চিনি ও তুলো আমদানিতে সায় দিয়েছিল পাকিস্তান মন্ত্রীসভা । কিন্তু তার পরেই হঠাৎ পাক সরকার জানায়, ভারত জম্মু -কাশ্মীরের বিশেষ মর্যাদা না ফেরানো অবধি এই বাণিজ্যিক লেনদেন স্থগিত থাকবে । পাক সরকারি সূত্র অনুযায়ী, পাক মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রি শিরিন মাজারি সহ অর্থমন্ত্রী ভারত থেকে তুলো ও চিনি আমদানির বিরোধিতা করেন । অপরদিকে ভারত সরকারের তথ্য অনুযায়ী, পাকিস্তান ভারত থেকে পণ্য আমদানি করতেই পারে, পণ্যের আমদানির ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেনি ভারত সরকার ।পাকিস্তান ভারতের জম্মু -কাশ্মীর নিয়ে যে বিতর্ক চালাচ্ছিল তাতে তারা কোনো সুরাহা পায়নি, তাই ভারতের সঙ্গে সুসম্পর্ক নিয়ে পাকিস্তান শক্তিকেন্দ্রের মধ্যে নানান মতবিরোধ দেখা দিচ্ছে । ইমরান সরকার ভারতের সঙ্গে সুর নরম করতে চাইলেও পাকিস্তানী মৌলবাদীরা সুর নরমের বিরোধিতা করে পাক মন্ত্রীসভার ওপর চাপ দিচ্ছে । তাই আপাতত পাক সরকার ভারত থেকে তুলো ও চিনি আমদানিতে স্থগিতাদেশ দিয়েছে ।