নয়া নিলাম তত্ত্ব এবং উন্নত পদ্ধতি আবিষ্কারের জন্য চলতি বছরের অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক। নরওয়ে থেকে সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হল। ২০২০ অর্থনীতির নোবেল পুরস্কার পেলেন পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়, এস্থার দুফ্লো ও মিশেল ক্রেমার।
‘নিলাম পদ্ধতি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করেছেন পল আর মিলগ্রোম ও রবার্ট বি উইলসন। এছাড়াও পণ্য ও পরিষেবার উন্নতির স্বার্থে নতুন নিলাম পদ্ধতিও পরিকল্পনা করেছেন।’ প্রেস বিবৃতিতে জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। নিলামের শুরুতে ও শেষে দাম সম্পর্কে ধারণার পরিবর্তনও উঠে এসেছে তাঁদের গবেষণায়। গত সোমবার থেকে শুরু হয়েছে নোবেল সপ্তাহ। প্রথম দু’দিনে চিকিৎসাবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর ঘোষণা করা হয় রসায়ন, সাহিত্য এবং শান্তির পুরস্কারজয়ীদের নাম। আজ অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা হল।