আজ নারদা মামলার শুনানি হতে চলেছে বেলা ১১ টায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে আজ এই চার হেভিওয়েট নেতার জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনা শুনানি শোনানো হবে। পাশাপাশি ভিন রাজ্য মামলা স্থানান্তরের বিষয়ে শুনানি হবে আজই। পূর্বনির্ধারিত সুচি অনুসারে গতকালই হওয়ার কথা ছিল এই মামলার শুনানি। তবে প্রধান বিচারপতির অনুপস্থিতির কারণে গতকাল শুনানি সম্ভব হয়নি। তাই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আজই শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন মদন মিত্র । তবে হাইকোর্টের তরফ থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য সোমবার সিবিআইয়ের নাটকীয় তল্লাশির পর গ্রেপ্তার হওয়া এই চার নেতার সন্ধ্যের মধ্যেই ব্যাঙ্কশাল কোর্ট থেকে জামিন করিয়ে নেওয়া হয়। যদিও পরবর্তীতে সিবিআই হাইকোর্টের দ্বারস্থ হলে এই জামিনের স্থগিতাদেশ জারি করা হয়। পরবর্তীতে এই চার হেভিওয়েট নেতারা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এই স্থগিতাদেশ পুনরায় বিবেচনা জন্য আবেদন জানান এবং গত বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে তথ্য যুদ্ধের কারণে সেদিন শুনানি সম্ভব হয়নি । আজ সেই মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে হাসপাতালে রয়েছেন তিন হেভিওয়েট নেতা এবং প্রেসিডেন্সি সংশোধনাগারের শারীরিকভাবে অসুস্থ হয়ে সংশোধনাগারের চিকিৎসা পরিসেবা গ্রহণ করছেন ফিরহাদ হাকিম। যদিও এই প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন, কোর্টের সূচি নিয়ে কিছু বলতে পারবেন না তিনি। বর্তমানে নারদা মামলা বিচারাধীন। তবে এই চার হেভিওয়েট নেতাদের গ্রেপ্তার রাজনৈতিক হিংসার ছাড়া আর কিছুই নয় বলেই মনে করছেন তিনি।