রাশিয়ার ১০ কোটি ডোজ করোনা টিকা আসবে ভারতে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই জানাল রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড।
স্পুটনিক-৫ টিকার ক্লিনিকাল ট্রায়ালে সহায়তা এবং বণ্টনে দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডি ল্যাবরেটরির সঙ্গে চুক্তি হয়েছে। আরডিআইএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডক্টর রেড্ডিকে ১০০ মিলিয়ন টিকার ডোজ দেওয়া হবে। ভারতে ২০২০-র শেষের দিকে টিকা পাঠানো শুরু হতে পারে। রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ গত কয়েক সপ্তাহে বারবার ভারতের সঙ্গে যোগাযোগ করেছেন। টিকা তৈরির পদ্ধতির বিষয়েও নাকি রাশিয়ার তরফে ভারতকে জানানো হয়েছে। তবে এই নিয়ে নয়াদিল্লির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই টিকা কি সবার কাছে পৌঁছবে! এই নিয়ে অবশ্য এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ১০ কোটি করোনা টিকা ডোজ পাওয়াটাও আপাতত বড়সড় খবর।
রাশিয়ার ১০ কোটি করোনা টিকার ডোজ আসবে ভারতে । এম ভারত নিউজ
রাশিয়ার ১০ কোটি ডোজ করোনা টিকা আসবে ভারতে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেই জানাল রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড।
স্পুটনিক-৫ টিকার ক্লিনিকাল ট্রায়ালে সহায়তা এবং বণ্টনে দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডি ল্যাবরেটরির সঙ্গে চুক্তি হয়েছে। আরডিআইএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডক্টর রেড্ডিকে ১০০ মিলিয়ন টিকার ডোজ দেওয়া হবে। ভারতে ২০২০-র শেষের দিকে টিকা পাঠানো শুরু হতে পারে। রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ গত কয়েক সপ্তাহে বারবার ভারতের সঙ্গে যোগাযোগ করেছেন। টিকা তৈরির পদ্ধতির বিষয়েও নাকি রাশিয়ার তরফে ভারতকে জানানো হয়েছে। তবে এই নিয়ে নয়াদিল্লির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই টিকা কি সবার কাছে পৌঁছবে! এই নিয়ে অবশ্য এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ১০ কোটি করোনা টিকা ডোজ পাওয়াটাও আপাতত বড়সড় খবর।