মেঘালয়ের দায়িত্বে কে? ঘুঁটি সাজাচ্ছে তৃণমূলও। এম ভারত নিউজ

Mbharatuser

শুক্রবার সকাল থেকেই দ্রুত বদলাতে থাকে রাজনৈতিক চিত্রপট

0 0
Read Time:2 Minute, 44 Second

ত্রিশঙ্কু মেঘালয়ে কি তবে নতুন খেলা? এনপিপি-বিজেপিকে সরকার থেকে দূরে রাখতে সব বিরোধী দলকে এক ছাতার তলায় আনার চেষ্টা শুরু করল তৃণমূল।প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার দাবি, বিধানসভা নির্বাচনে ৫টি আসন পেলেও মেঘালয়ের স্বার্থে এনপিপি-বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় তৃণমূল। বিজেপি এবং এনপিপি ছাড়া সব বিরোধী দল সেই লড়াইয়ে শামিল হবে।

৬০ আসনের মেঘালয় বিধানসভায় ৫৯ আসনে ভোট হয়েছে। এর মধ্যে ২৬ আসন পেয়েছে কনরাড সাংমার এনপিপি। দ্বিতীয় স্থানে স্থানীয় হেভিওয়েট দল ইউডিপি। তারা পেয়েছে ১১টি আসন। ৫টি করে আসন পেয়েছে কংগ্রেস এবং তৃণমূল। এইচএসডিপি নামের একটি স্থানীয় দল পেয়েছে ২টি আসন। ৪টি আসন পেয়েছে ভয়েস অফ পিপল পার্টি নামের একটি স্থানীয় দল। পিপলস ডেমক্র্যাটিক ফ্রন্ট পেয়েছে ২টি আসন। দুটি আসনে জিতেছেন নির্দলরা।

শুক্রবার সকাল থেকেই দ্রুত বদলাতে থাকে রাজনৈতিক চিত্রপট। ৫টি করে আসন পাওয়া কংগ্রেস এবং তৃণমূল বিজেপি-এনপিপি জোটকে রুখতে পাল্টা জোট গঠনের চেষ্টা করে। সেই জোটে সামিল হয়েছে ইউডিপি এবং আরও ৩টি আঞ্চলিক দলও। কনরাড রাজ্যপালকে জানিয়েছিলেন তাঁর সঙ্গে ৩২ জন বিধায়কের সমর্থন রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩১টি আসন। কিন্তু সন্ধ্যায় হঠাৎই সমর্থন তুলে নেওয়ার কথা জানান এইচএসপিডিপি-র ২ জন বিধায়ক।

এদিকে, বিজেপি-এনপিপি জোটকে ক্ষমতা থেকে দূরে রাখতে শুক্রবারই একসঙ্গে বৈঠকে বসেছিল কংগ্রেস, তৃণমূল, এইচএসপিডিপি, ইউডিপি, পিডিএফ এবং ভিপিপি। এই দলগুলির মিলিত আসনসংখ্যা ২৯। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যার তুলনায় ২টি আসন কম থাকলেও ২ নির্দল বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠনের জন্য ঘুঁটি সাজাচ্ছে এই পক্ষও।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মাথা ন্যাড়া করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ, শিরোনামে কৌস্তভ। এম ভারত নিউজ

৩৮ দিনে পড়ল শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান

Subscribe US Now

error: Content Protected