এলাহাবাদ হাইকোর্টের নজরদারিতে হাথরস গণধর্ষণ-খুন কাণ্ডের তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে মামলার বিচার প্রক্রিয়া হস্তান্তরের দাবিও নাকচ করে দিয়েছে প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ। সুপ্রিম কোর্টের দাবি, সব বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে হাইকোর্ট।
তাই আপাতত হস্তক্ষেপের প্রয়োজন নেই। তবে সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার বিকল্প খুলে রেখেছেন প্রধান বিচারপতি।
এ দিন শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের যুক্তি ছিল, সাক্ষী এবং নিহত নির্যাতিতার পরিবারের সদস্যদের পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। মামলার তদন্তও করছে সিবিআই। তাই মামলা সরানোর প্রশ্ন নেই। যোগী আদিত্যনাথ প্রশাসনের দাবি, তাদের যুক্তি মেনে নিয়েছে শীর্ষ আদালত। গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণে ও নির্মম অত্যাচারের অভিযোগ ওঠে। দু’সপ্তাহ পর ওই তরুণীর মৃত্যু হয় দিল্লির হাসপাতালে।