কোভ্যাকসিনের ট্রায়ালের প্রথম সম্ভাব্য টিকা নিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। টিকা নেওয়ার পর সাংবাদিক তিনি জানান, সুস্থ আছেন। তাঁর কথায়, “অনেকেই টিকা নিচ্ছেন। ভিড়ও হচ্ছে। ওঁরা আমায় নজরদারিতে রাখবেন। আপাতত তো কোনও অসুবিধা হয়নি। কোনও অসুবিধা হলে বলব।”

প্রসঙ্গত আজই বেলেঘাটার নাইসেডে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরে দুপুরের দিকে সেই সম্ভাব্য টিকা নিতে নাইসেডে যান ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ সাংবাদিকরা টিকা নিয়ে ঝুঁকি কতটা প্রশ্ন করলে তিনি বলেন, “টিকা নিয়ে আমার প্রাণও যদি যায়, আমার যায় আসে না। মানুষের জন্য করেছি।” পাশাপাশি কো-ভ্যাকসিন ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য টিকার একইসঙ্গে কলকাতায় ট্রায়াল হলে, কোনটি তিনি নিতেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর ফিরহাদের স্পষ্ট জবাব, অবশ্যই কো-ভ্যাকসিন নিতেন। ‘কারণ আমার দেশের বিজ্ঞানীরা তৈরি করেছেন। সেজন্য আমার প্রাণ গেলেও কিছু যায় আসে না।’

নাইসেড সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতায় কো-ভ্যাকসিনের ১,০০০ ডোজ এসেছে। সম্ভাব্য টিকা নেওয়ার জন্য বুধবার দুপুর পর্যন্ত ৩৫০ জন অনলাইনে আবেদন করেছেন। সেই স্বেচ্ছাসেবকদের ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে।