CISF-এর প্রথম মহিলা ডিজি হলেন আইপিএস নিনা সিং। এম ভারত নিউজ

admin

এবার সেই সিআইএসএফ-এর সর্বোচ্চ পদে বসলেন আইপিএস নিনা সিং

0 0
Read Time:1 Minute, 45 Second

মহিলারা কোনও অংশে পিছিয়ে নেই তা আবারও প্রমাণ করলেন আইপিএস নিনা সিং। সিআইএসএফ-এর প্রথম মহিলা ডিজি হলেন নিনা সিং। ১৯৮৯ সালের ব্যাচের রাজস্থান ক্যাডারের আইপিএস অফিসার নিনা। দীর্ঘদিন ধরে সিআইএসএফ-এর স্পেশাল ডিজি পদে নিযুক্ত ছিলেন নিনা সিং। শুধু তাই নয়, সিবিআই-এর গুরুত্বপুর্ণ পদেও ছিলেন তিনি। অত্যন্ত মেধাবী নিনা সিং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করেছেন। পড়াশোনা ও গবেষণার দিকেও ঝোঁক রয়েছে তাঁর।

জানা গেছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আর এসথার ডুফলোর সঙ্গে দু’টি গবেষণাপত্র প্রকাশও করেছেন নিনা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ’বার সিআইএসএফ-এর সর্বোচ্চ পদে নিয়ে আসা হয়েছে তাঁকে। দিল্লি মেট্রো থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে সব বিমানবন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করার গুরু দায়িত্ব থাকে সিআইএসএফ-এর উপর। এবার সেই সিআইএসএফ-এর সর্বোচ্চ পদে বসলেন আইপিএস নিনা সিং। শীনা বোরা হত্যা মামলা, জিয়া খান আত্মহত্যা মামলার মতো হাই প্রোফাইল তদন্তের দায়িত্ব সামলেছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রামমন্দিরে বসবেন ‘সেরা’ রামলালা, ভোটাভুটি শুক্রবার। এম ভারত নিউজ

তবে বাকি দু’টিকেও পুরোপুরি সরানো হবে না। তাঁদের স্থান হবে মন্দিরের অন্য অংশে

Subscribe US Now

error: Content Protected