0
0
Read Time:1 Minute, 1 Second
২০০৬ সালের ৬ মার্চ ট্যুইটার থেকে প্রথম ট্যুইট করা হয় । ট্যুইটটি করেছিলেন ট্যুইটারেরই সিইও জ্যাক ডোরসে । যেখানে লেখা ছিল, ‘just setting up my twttr’ । আর আজ দীর্ঘ ৫ বছর পর বিশ্বের সেই প্রথম ট্যুইটটিই নিলাম করা হল । তবে এই ট্যুইটটি বিক্রির পেছনে রয়েছে একটি বিশেষ কারণ । নিলামের মাধ্যমে পাওয়া টাকাটি কোন এক দাতব্য প্রতিষ্ঠানকে দান করা হবে বলেই জানান জ্যাক । সিনা স্টাভি নামক এক ব্যাক্তি এই ট্যুইটটি কিনেছেন ১৮ কোটিরও বেশি টাকা দিয়ে । সেই সম্পূর্ণ টাকাটাই দোরসে দান করবেন । জানা গেছে এই সিনা স্টাভি ‘ব্রিজ ওরাকেল’ নামক একটি কোম্পানির সিইও ।