অনুমতি মিললে জুনেই ভারতে আসছে ফাইজারের টিকা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

দেশে ১২ বছরের উর্ধ্বে সকলের জন্য টিকা আনতে চলেছে ফাইজার।সেই কারণেই কেন্দ্রের ছাড়পত্র চায় টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজার। এই সংস্থার দাবী, ১২ বছরের উর্ধ্বে সকলের জন্যই কার্যকরী তাদের টিকা। এমনকি করোনার অতি সংক্রমক B.1.617 ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও কার্যকরী ফাইজারের টিকা, যা কিনা রুখে দিতে পারে এই নতুন করোনা স্ট্রেনের সংক্রমনও। ভারতে এই টিকা আনতে চাই ভারতের সঙ্গে দফায় দফায় বৈঠক চালাচ্ছে মার্কিন এই টিক প্রস্তুতকারক সংস্থা।

করোনায় দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত দেশ। এই দ্বিতীয় ঢেউয়ে মূলত আক্রান্ত হচ্ছেন কমবয়সীরাই। তাই ফাইজারের এই টিকা ভারতে এলে যে তা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমূহ সাহায্য করবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ভারতে এখনও ট্রায়াল হয়নি এই টিকার। সেই কারণেই কেন্দ্রের অনুমতি পেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সংস্থাকে। কিন্তু হু সহ আরও ৪৪টি সংস্থার ছাড়পত্র রয়েছে ফাইজারের কাছে, যাকে অস্ত্র করেই ভারতে এই টিকার অনুমোদন চাইছে ফাইজার। এ নিয়েই কেন্দ্রের সঙ্গে দফায় দফায় বৈঠক চালাচ্ছেন খোদ ফাইজার কর্তা। ফাইজারের চেয়ারম্যান তথা সিইও অ্যালবার্ট বউরলা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিলে জুন থেকে অক্টোবরের মধ্যে পাঁচ কোটি ডোজ সরবরাহ করতে সক্ষম ফাইজার। ফলে এই মুহুর্তে দাঁড়িয়ে দেশের এই করোনা পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয় কেন্দ্র,সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা বায়ুবাহিত রোগ, স্পষ্টতই জানাল কেন্দ্র । এম ভারত নিউজ

করোনা বাহুবাহিত। এবার এই কথা সাফ জানিয়ে দিল কেন্দ্র। কিছুদিন আগেই হু জানিয়েছিল যে বাতাসে বেশ কিছুক্ষণ ভেসে বেড়াতে পারে করোনা ভাইরাস। এবার এই তত্ত্বকেই মান্যতা দিয়ে কোভিড প্রোটোকল বদলাল কেন্দ্র। এতদিন অবধি মনে করা হত যে করোনা শুধুমাত্র ড্রপলেটের মাধ্যমে সরাসরি ছড়িয়ে পড়ে, কিন্তু এখন বায়ুবাহিত তত্ত্ব সামনে আসার […]

Subscribe US Now

error: Content Protected