0
0
Read Time:1 Minute, 7 Second
দেওঘর বিমানবন্দরের উদ্বোধনে মোদি । ২০১৮ সালের মে মাসে এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী । আর আজ মঙ্গলবার ঝাড়খন্ডের দ্বিতিয় আন্তর্জাতিক স্তরের বিমানবন্দরের উদ্বোধন করলেন তিনি । এর আগে আন্তর্জাতিক বিমানবন্দর বলতে কেবল মাত্র রাচির বিরষা মুণ্ডা বিমানবন্দরই ছিল । তাঁর সঙ্গে এবারে ঝাড়খন্ডের পাওনা নয়া দেওঘরের এই বিমানবন্দর । এই মুহূর্তে শুধুমাত্র কলকাতা পর্যন্ত বিমান চলাচল চালু হলেও শীঘ্রই তার বিস্তৃতি ঘটবে বলে জানানো হয়েছে । আকাশপথে এখান থেকে কলকাতার দূরত্ব হবে মাত্র ৭৫ মিনিট । রানওয়েটির দৈর্ঘ্য ২ হাজার ৫০০ মিটার । প্রধানমন্ত্রীর কথায়, ঝাড়খন্ডকে আরও উন্নত করে তোলাই তাঁর লক্ষ ।