BIG BREAKING : ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 44 Second

হাই ভোল্টেজ উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভা নির্বাচন ২০২১-এ নন্দিগ্রাম থেকে ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী । ৬ মাএর মধ্যেই তাঁকে জিতে বিধায়ক পদে আসিন হতে হত । তাই ফের উপনির্বাচনে নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই দাঁড়িয়েছিলেন মমতা । আজ সকাল থেকেই চলছিল ভোট গণনার কাজ । প্রথম থেকেই এগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী । আর এই মুহূর্তের খবর গণনা শেষে বিপুল ভোটে জয় লাভ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃনমূল ।

জল্পনার অবসান ঘটিয়ে ভবানীপুরের হ্যাটট্রিক করলেন, ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে গত দুবারে নিজের জয়ের ব্যবধানের রেকর্ড ভাঙলেন তিনি। একেই বোধহয় বলে গো হারান হারানো। মোট ৫৮ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটের এই ফলাফলে মোটেও খুশি নন বিরোধী দলের প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ইতিমধ্যেই তিনি কটাক্ষের সুরে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। তাঁর দাবি সমস্ত কেন্দ্রগুলিতে ছাপ্পা ভোট হয়েছে। যার ফলে জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩০ শে সেপ্টেম্বর উপনির্বাচন হয় ভবানীপুরে। তবে তার বেশ কয়েকদিন আগে থেকেই রণক্ষেত্র হয়ে উঠেছিল ভবানীপুর। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি ছিল না কোনও পক্ষই। তবে নির্বাচন কমিশন সূত্রে প্রকাশিত ফলাফল অনুসারে পোস্টাল ব্যলট নিয়ে মোট ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পেয়েছেন ২৬৩২০টি ভোট। পাশাপাশি সিপিএমের শ্রীজিব বিশ্বাস পেয়েছেন ৪,২০১ টি ভোট। জানা যায় ২০১১ সালে ভবানীপুরে মমতা বন্দোপাধ্যায়ের জয়ের ব্যবধান ছিল ৫৪২১৩। তবে এবার মোট ২১ রাউন্ডে গননার প্রত্যেক রাউন্ডেই নিজের লিড নিয়ে এগিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ভাগের গণনা পর্ব থেকেই নিজেকে ক্রমাগত জয়ের দিকে ধাবমান করেছেন তিনি। তাঁর এই জয়ের পেছনে ৭৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের ভূমিকা অনস্বীকার্য । তবে ৭০ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে পিছিয়ে থাকলেও পরবর্তীতে সেই ওয়ার্ড গুলিতেও লিড পান তিনি। অবশেষে ভবানীপুর জয়লাভ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লাখিমপুর কান্ডে প্রিয়াঙ্কা গান্ধীর পরই গ্রেফতার অখিলেশ যাদব! এম ভারত নিউজ

গোটা দেশের চোখ এখন উত্তরপ্রদেশের লাখিমপুরে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। জানা যায়, লাখিমপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর তার আগেই তাঁকে গৃহবন্দি করা হয় উত্তর প্রদেশে পুলিশের তরফে। তবে তারপরই নিজের বাড়ির সামনে ধর্নায় বসেন তিনি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই ঘটনায় […]

Subscribe US Now

error: Content Protected