হার্দিক পান্ডিয়ার ৫ কোটি মূল্যের ঘড়ি বাজেয়াপ্ত এয়ারপোর্টে। এম ভারত নিউজ

admin

বিগত কয়েকমাস যেন সেরকম ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-২০ দলে জায়গাও পাননি এই তারকা ক্রিকেটার। তার উপর এবার মাঠের বাইরেও বিপদে পড়লেন তিনি। রবিবার গভীর রাতে আরব আমিরশাহি থেকে দেশে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে শুল্ক বিভাগ বাজেয়াপ্ত করেছে তাঁর ৫ কোটি মূল্যের দুটি ঘড়ি।

0 0
Read Time:1 Minute, 47 Second

বিগত কয়েকমাস যেন সেরকম ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-২০ দলে জায়গাও পাননি এই তারকা ক্রিকেটার। তার উপর এবার মাঠের বাইরেও বিপদে পড়লেন তিনি। রবিবার গভীর রাতে আরব আমিরশাহি থেকে দেশে ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে শুল্ক বিভাগ বাজেয়াপ্ত করেছে তাঁর ৫ কোটি মূল্যের দুটি ঘড়ি।

সূত্রের খবর, ভারতীয় মূদ্রায় হার্দিকের ঘড়ি দু’টির মূল্য প্রায় ৫ কোটি টাকা বলেই জানা গিয়েছে। এমন বহুমূল্য ঘড়ি দু’টির কোনও রশিদ ছিল না পান্ডিয়ার কাছে এবং তিনি আগে থেকে এই বহুমূল্য ঘড়ি দু’টির কথা উল্লেখও করেননি বলেই খবর। ফলে বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা বাজেয়াপ্ত করেন তার ঘড়ি। প্রসঙ্গত উল্লেখ্য, হার্দিকের ঘড়ি প্রেমের কথা প্রায় সকলেরই জানা। বিশ্বের সবচেয়ে দামী কিছু ঘড়ির মালিক হার্দিক এবং তাঁর ঘড়ির সংগ্রহে রয়েছে Patek Philippe Nautilus Platinum 5711, যার দাম ৫ কোটি টাকারও বেশি। এমনকি অতীতেও অস্ত্রোপচারের পর বেডে শুয়েও হার্দিককে হাতে বহুমূল্য ঘড়ি পরে থাকতে দেখা গিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তিনদিনের দিল্লি সফরে মোদীর সঙ্গে দেখা করতে পারেন মমতা। এম ভারত নিউজ

রাজ্যের বকেয়া পাওনার দাবি, বিএসএফের কাজের ক্ষমতা ও এক্তিয়ার বৃদ্ধি-সহ অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে ফের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনদিনের সেই সফরে অন্যান্য কর্মসূচির পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন।

Subscribe US Now

error: Content Protected