কেন শুক্রবারই মুক্তি পায় সিনেমা? জানলে অবাক হবেন ! এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 23 Second

নতুন সিনেমা মানেই শুক্রের পাল্লা ভারি । অফিস সেরে তাই হুড়মুড়িয়ে হলে গিয়ে পৌঁছন । কিন্তু কখনও ভেবেছেন, কেন সপ্তাহের শুক্রবারেই মুক্তি পায় সমস্ত সিনেমা ? যদি ভেবে থাকেন আর উত্তর না পেয়ে থাকেন তাহলে আজ সেই উত্তরই দেব আপনাদের । তথ্য বলছে, আসলে এই শুক্রবার মুভি রিলিজের চল এসছে হলিউডের দেখাদেখি । তবে এর পেছনে কিছু কুসংসকারের অবদানও রয়েছে বৈকি । যেমন ধরুন, ভারতের বিভিন্ন জায়গায় শুক্রবারকে সমৃদ্ধির বার ধরা হয় আর সেই কারণেই ব্যাবসা ভালো হওয়ার কথা মনে করেই এই দিন ছবি রিলিজ করা হয় । আরও একটি কারণ নেট দুনিয়া জানাচ্ছে, তা হল- একটা সময়ে শ্রমিকদের মধ্যে সিনেমা দেখার জনপ্রিয়তা বাড়ে । মুম্বইতে সেই সময়ে বেশ কিছু কলকারখানায় শুক্রবার হাফ-ডে করে কাজ হত আর সেই কারণেই যাতে হাফ-ডের পর তাঁরা সিনেমা দেখতে যেতে পারেন তাই শুক্রবার করে ছবি রিলিজ করা হত । জানলে অবাক হবেন আমাদের সকলের প্রিয় ‘মুঘল-ই-আজম’ ছবির হাত ধরেই এই শুক্রবার ছবি মুক্তির চল শুরু হয় ভারতে । আবার এক মহলের মত, শুক্রবার যেহেতু সপ্তাহের শেষ কাজের দিন, মানে চিরাচরিতভাবে দেখতে গেলে প্রায় সকলেরই শুক্রবার অফিস করে ছুটি পড়ে । অতএব পরিবার, বন্ধুবান্ধব কিংবা আত্মীয়ের সঙ্গে সময় কাটানোর একটা ভালো মাধ্যম হতে পারে সিনেমা দেখতে যাওয়া । আরও সেই কারণেই ব্যাবসায়ীরা এই দিনটিকে আরও বেশি করে পছন্দ করেন । প্লাস ছবি যেদন মুক্তি পাচ্ছে সেদিনই সবাই দেখতে প্রস্তুত হতে পারবে । অগত্যা মন এবং মানি দু’য়ের কথাই এক্ষেত্রে বেশ প্রযোজ্য ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের সোনা জিতল ভারত, কোরিয়ায় জয় বাংলার মেয়ের । এম ভারত নিউজ

বিদেশের মাটিতে ফের সোনা জয় ভারতের । কোরিয়ার শুটিং বিশ্বকাপে বাংলার হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ সোনা জিতলেন । পাশাপাশি সোনার পদক জয় করেছেন শাহু তুষার । ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ফাইনালে মেহুলি-শাহু জুটি জয়লাভ করে । এই ফাইনালে মেহু-শাহু জুটি ১৭-১৩ পয়েন্টে হারিয়েছেন হাঙ্গেরির ইস্তভান পেনি ও […]

Subscribe US Now

error: Content Protected