
নিজস্ব প্রতিনিধি,ডোমজুড়ঃ বুধবার সদর হাওড়ার ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দোপাধ্যায়ের সর্মথনে সেখানে রোডশো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম প্রধান নেতা অমিত শাহ।
এদিন সিঙ্গুর থেকে ডোমজুড়ে ফিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুপুরে মধ্যাহ্নভোজ সারেন বিজেপির এক স্থানীয় দলীয় কর্মী তথা ডোমজুড়ের রিক্সাচালক শিশির সানার বাড়িতে।

সেখান থেকে ডোমজুড়ের জগদীশপুর থেকে কোনা মোড় পযর্ন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রোড শো করেন তিনি। এদিনের শাহি রোড শো ঘিরে বিজেপি কর্মী সর্মথকদের মধ্যে ছিলো চরম উন্মাদনা। দলীয় কর্মীদের উপস্থিতি দেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তৃতীয় দফা ভোট পর্যন্ত ৬৮ আসন বিজেপির মোটামুটি পাক্কা। বিজেপির লক্ষ্য ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসবে।”
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এখন এই বাদ-বিবাদ এর মধ্যে শেষ পর্যন্ত ভোটের ফলাফল কি দাঁড়ায়, এবং জনতার রায় নিয়ে কোন দল নবান্ন দখল করতে সক্ষম হয়, সেটাই দেখার।