বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ৩৪ তম বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী বললেন, আমি নির্বাচিত নই, মনোনীত। রবিবার পূর্ব মেদিনীপুরের এগরা হাইস্কুল ময়দানে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল
এদিনের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিদ্যাসাগরের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের একাধিক সাফল্যের কথা তুলে ধরেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। পাশাপাশি আগামী দিনে ব্যাঙ্কের পরিষেবা আরও বেশি করে যাতে সাধারণ মানুষ পান সেই লক্ষ্য রেখেই বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক এগোচ্ছে বলেই জানালেন শুভেন্দুবাবু।
এমনকি লকডাউনের সময় বহু কীভাবে সাধারণ মানুষের পাশে থেকে এই ব্যাঙ্ক কাজ করেছে তা তুলে ধরেন শুভেন্দু। এদিন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক প্রদীপ পাত্র বলেন, এখানে সবাই নির্বাচিত নয়, কিছু মনোনীত কর্মচারীও রয়েছে।