উৎসবের মরশুমে রাজ্যে স্ফুটনিক লাইট। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 13 Second

পুজোর আগেই শিয়রে সমন। ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এই পুজোর আগেই রাজ্যে মিলতে পারে নতুন ভ্যাকসিনের ডোজ,নাম স্ফুটনিক লাইট। সম্প্রতি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে এই সুসংবাদ দেওয়া হয়েছে। জানা গেছে কলকাতায় পরীক্ষামূলক ভাবে এই ভ্যাকসিনের শেষ ধাপের ট্রায়াল চালু হচ্ছে। কলকাতার রুবি জেনারেল হাসপাতাল ও নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পরীক্ষা চালানো হবে।২৮ দিনের পর্যবেক্ষণ করা হবে। হাসপাতালের এথিক্স কমিটি গ্রিন সিগনাল দিলেই এই পরীক্ষার কাজ শুরু হবে।

বুধবার ডিসিজিআই জানিয়েছে,স্ফুটনিক লাইট একটি সিঙ্গেল ডোজের ভ্যাকসিন। সারা দেশে মোট ১০ টি হাসপাতালে এই ক্লিনিকাল ট্রায়াল চালু হবে। ১৭৯ জন গ্রাহক স্বেচ্ছায় এই ভ্যাকসিনের ডোজ নেবেন। ভারতে এই নতুন ভ্যাকসিন তৈরির দায়িত্ব নিয়েছে ডক্টর রেড্ডিস। এর আগে রাশিয়ার তৈরি স্ফুটনিক ভি দেশের অনুমোদন পেয়েছে। এবার স্ফুটনিক লাইটের ট্রায়াল সফল হলে দ্বিতীয় নামটি অন্তর্ভুক্ত হবে। রাশিয়ায় এই টিকার কার্যকারিতা ৭৯.০৪%। রাজ্যে ফেলিসিটিটেটর স্নেহেন্দু কোনারের কথায়, স্ফুটনিক ভি এর প্রথম ক্লিনিকাল অবজারভেশন এই রাজ্যেই হয়েছিল। এখন দেখার বিষয় সত্যিই করোনা মোকাবিলায় অন্যান্য টিকার মত গ্রহণযোগ্যতা পায় কিনা এক ডোজের স্ফুটনিক লাইট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বেতন নিতে অস্বীকার সিট প্রধান মঞ্জুলার । এম ভারত নিউজ

একসময় তিনি ছিলেন কলকাতা ও মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি। কিন্তু আজ তিনি সিটের প্রধান। পেশা বদলালেও দায়িত্ব বদলায়নি। কিন্তু সেই দায়িত্ব পালনের পারিশ্রমিক তিনি নেবেন না বলে জানিয়ে দিলেন প্রাক্তন মহিলা বিচারপতি মঞ্জুলা চেল্লুর। এ রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত সিবিআই কে অর্পণ করে কলকাতা হাই কোর্ট। এর মধ্যে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected